Header Ads

Header ADS

Samsung এবার নিয়ে এলো Galaxy M12-এর ব্যাটারি খতম করতে সেলেবদের চ্যালেঞ্জ ছুড়ে দিল

 MonsterReloaded ডিভাইস নতুন Samsung Galaxy M12 লঞ্চ করছে 11 মার্চ। সেই লঞ্চের আগেই দেশের নামজাদা 12 জন সেলেবকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে Samsung। যে ভাবেই হোক ফোনের বীভৎস 6000mAh ব্যাটারি শেষ করতে হবে। আদৌ কি পারবেন তাঁরা?


বছরের সেই সন্ধিক্ষণে আমরা চলে এসেছি, যখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী, 2021-এ পরপর একাধিক স্মার্টফোন লঞ্চ করে প্রতিযোগীদের জাস্ট ধারেকাছে ঘেঁষতে দেবে না Samsung। তবে এবার একটু অন্যরকমের চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে কোম্পানি, কারণ সম্প্রতি তারা ঘোষণা করেছে #MonsterReloaded ডিভাইস নতুন Samsung Galaxy M12 লঞ্চের মধ্যে দিয়ে। এই সপ্তাহের শুরুতেই Samsung দেশের নামজাদা 12 জন সেলিব্রিটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই দৈত্যসুলভ ফোনকে হারানোর। এখন মনে হচ্ছে, সেই সব তারকারা একপ্রকার তৈরি। টিম M12 এখন চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করে বীভৎস 6000mAh ব্যাটারি, 8nm প্রসেসরের ফোনকে হারাতে প্রস্তুত। মোদ্দা কথা, 48MP কোয়াড-ক্যামেরা এবং আপগ্রেডেড 90Hz রিফ্রেশ রেটের Galaxy M12-এর যথেচ্ছ ব্যবহার করে তার ব্যাটারি লাইফ শেষ করে দেখাতে হবে তারকাদের!

সফরের শুরুটাই হয়েছে সারা জেন ডায়াসের Galaxy M12 হাতে সকাল বেলায় দৌড় দিয়ে!

কিন্তু এই 6000mAh ব্যাটারির Galaxy M12 স্মার্টফোনকে হারানো যে মুখের কথা নয়! কারণ, আড়াই ঘণ্টা ধরে লাগাতার অ্যাপস ব্যবহার করে দৌড়নোর পরেও 95% ব্যাটারি বাঁচিয়ে রাখতে পারে এই হ্যান্ডসেট। এই ফোনের 8nmExynos প্রসেসরের পাওয়ার দিতে পারার ক্ষমতা সত্যিই যে কাউকে চমকে দিতে পারে। আর সেই সব কিছু মিলিয়েই মনে করা হচ্ছে Galaxy M12 সেরার সেরা মডেল হিসেবেই #MonsterReloaded চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রকৃত অর্থেই।

এর পরের সেলিব্রিটি হলেন অঙ্গদ বেদি, যিনিও Galaxy M12-কে হারানোর জন্য লড়াই করে যাচ্ছে। চ্যালেঞ্জ তো অ্যাক্সেপ্ট করেছেন ঠিকই, কিন্তু কোথায় গেলেন জানতে চাইবেন না?

অঙ্গদ Samsung Galaxy M12-এর অসাধারণ 48MP কোয়াড-ক্যামেরা যথার্থ ভাবেই ব্যবহার করতে পেরেছেন। কিন্তু দৈত্যের মতো এক স্মার্টফোনের সঙ্গে কি সহজে পেরে ওঠা সম্ভব? Galaxy M12 স্মার্টফোনের কোয়াড-ক্যামেরা সেটআপে রয়েছে দুর্ধর্ষ 48MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা-ওয়াইড ক্যামেরা, 2MP ডেপথ লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। নিশ্চিত ভাবে বলা যেতে পারে এই ক্যামেরা ফিচার্স আমাদের সোশ্যাল মিডিয়া গেমের সংজ্ঞাই বদলে দিতে চলেছে। আরও দ্রুততার সঙ্গে স্বচ্ছ ছবি দিতে সাহায্য করবে এই ফোনের সত্যিকারের 48MP ক্যামেরা। সচরাচর অন্যান্য ফোনের ক্যামেরায় যে ধরনের কোয়ালিটি আমরা চাক্ষুষ করি, তার চেয়ে কয়েক গুণ ভালো এই ফোনের ক্যামেরা সেটআপের লেন্স ক্ল্যারিটি, ফ্রেমিং পজিশন ক্ল্যারিটি, সেন্সর সাইজ় এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল ছবির কোয়ালিটি। অন্যান্য স্মার্টফোনের 48MP ক্যামেরায় ঠিক এই কোয়ালিটিগুলিই কম থাকার কারণে আখেরে প্রভাব পড়ে ছবির আউটপুটে। Samsung Galaxy M12-এর 48MP ক্যামেরা ঠিক সেখানেই বাজিমাত করেছে। বিষয়টা আরও পরিষ্কার ভাবে বুঝতে পারবে অঙ্গদের জার্নি থেকে, যেখানে তিনি M12-এর ক্যামেরার সাহায্যে দেখিয়ে দিয়েছেন এর ক্ষমতা আসলে কী! তবে চ্যালেঞ্জ কিন্ত এখনও শেষ হয়নি…

এর ঠিক পরেই আছেন বহুমুখী প্রতিভার অভিনেতা সায়নী গুপ্তা। গার্লফ্রেন্ডদের সঙ্গে ভিডিয়ো কলে চিল করতে করতেই সম্পূর্ণ চ্যালেঞ্জের অংশিদার হলেন তিনি। দেখে নিন কী মজাটাই না করলেন তিনি!

দেখে যেন মনে হচ্ছে, 8nm Exynos প্রসেসর Galaxy M12-কে কুল থাকতে এবং সেই সঙ্গেই অনেক বড় ভিডিয়ো কলের সময়ে পাওয়ার প্যাকড থাকতে, নিবিড় ফোটো সেশন ও এক্কেবারে ছাপোষা ঘরকন্যার সব কাজ করতেই সাহায্য করছে। এই ফোনের 90Hz রিফ্রেশ রেট এবং বীভৎস 16.55cm ইনফিনিটি ভি ডিসপ্লে যেমন লম্বা ভিডিয়ো কলে কোনও ব্যাঘাত ঘটায় না, তেমনই আবার অসমাপ্ত স্ক্রলিং এবং বিঞ্জ সেশনসের জন্য Galaxy M12 আসলে খুবই আনন্দদায়ক। টিম M12-এর চ্যালেঞ্জারেরা এতশত চেষ্টার পরও যখন ডিভাইসটিকে হারানোর চেষ্টায় মরিয়া, তখনও তাতে 89% চার্জ অবশিষ্ট রয়ে গিয়েছে। যদিও এই দৈত্যসুলভ স্মার্টফোনকে চ্যালেঞ্জ জানানোর তালিকায় এখনও আরও 9 জন সেলিব্রিটি বাকি আছেন।

ক্রিকেটার, অ্যাথলিট, অভিনেতা এবং ভিজে বরুণ সুদ ইতিমধ্যেই এই #MonsterReloaded চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করেছেন। আর আমাদের যেন তর সইছে না এটা জানতে যে, এই Galaxy M12-কে হারাতে ঠিক কী কী টেস্ট করেছেন তিনি। এরপরও রয়েছে শ্রিয়া পিলগাওঙ্কার, আমিইরা দস্তুর এবং সুমিত ভ্যাস, যাঁরা এই #MonsterReloaded চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করেছেন। আর সেই সব চ্যালেঞ্জেই আমাদের সোশ্যাল ফিড ভরপুর হতে চলেছে আগামী সপ্তাহে। এবার আমরা খুব ভালো করে লক্ষ্য করব যে, টিম M12-এর অন্যান্য সেলিব্রিটিরা কী ভাবে এই চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করেন।

বিগ বস রানার আপ অসিম রিয়াজ়, কন্টেন্ট ক্রিয়েটর সায়ন বক্সি, অভিনেতা অহনা কুমরা, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ঈশা রেব্বা এবং এর আগের #MonsterChallenge-এর প্রতিযোগীরা ও আমাদের প্রিয় অভিনেতা অভিনেতা অমিত সাধ এখনও বাকি রয়ে গিয়েছেন এই রিলোডেড মনস্টারকে হারানোর জন্য। আপনাদের কি মনে হয়, কে জিততে পারে? আমাদের কিন্তু বাজি #MonsterReloaded।

যদিও এখনও পর্যন্ত Galaxy M12-এর দাম জানা যায়নি। এমনই এক স্মার্টফোন যাতে রয়েছে সত্যিকারের 48MP ক্যামেরা, 8nm Exynos প্রসেসর এবং একটি শক্তিশালী 16.55 ইনফিনিটি-ভি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। খেলা যে কেমন জমতে চলেছে, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই Samsung Galaxy M12 ফোনটি লঞ্চ করবে 11 মার্চ। M-সিরিজের ট্র্যাডিশন অনুযায়ী, Amazon.in এবং Samsung.com থেকে এই ডিভাইসের সেলও শুরু হয়ে যাবে খুবই তাড়াতাড়ি।

ডিসক্লেইমার: এটি একটি ব্র্যান্ড পোস্ট এবং টাইমস ইন্টারনেটের স্পটলাইট টিম এটি লিখেছে।

No comments

Powered by Blogger.