বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি সোমালিয়ার চেয়েও অনেক কম
বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে একটি নিউজ শেয়ার করার জন্য চলে আসলাম। আপনারা জানেন যে আমাদের দেশে ইন্টারনেটের অবস্থা কি রকম সেই জিনিসটাকেই আরো বিস্তারিত ভাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই।
মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে বাংলাদেশ ভারত বা পাকিস্তান নয় আফ্রিকার দরিদ্রতম দেশ ইথিওপিয়া এবং সোমালিয়া থেকেও খারাপ অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাংলাদেশের মোবাইল অপারেটরগুলির যেমনঃ রবি, গ্রামিনফোন, ইয়ারটেল ইত্যাদির গড় ইন্টারনেট গতি সবচেয়ে কম।
দক্ষিণ এশিয়ায় কেবলমাত্র আফগানিস্তানেরই বাংলাদেশের চেয়ে ধীর ইন্টারনেট রয়েছে। আর তা ছাড়া বাংলাদেশ ইন্টারনেটের গতির দিক দিয়ে পিছিয়ে আছে। আর তা আমরা ইন্টারনেটের গতি চেক করলেই দেখতে পাই। আমাদের ইন্টারনেটের দাম ও কিন্তু কম নেয় না কোম্পানিগুলো। আর আমাদের দেশের গ্রাহক বেশি হওয়ার কারণে ইন্টারনেট স্পিড কম পাওয়া জায়।
অনলাইন ইন্টারনেটের গতি ট্র্যাক করা স্পিডেস্ট তার বৈশ্বিক সূচকে এ তথ্য প্রকাশ করেছে। তবে বাংলাদেশের মোবাইল অপারেটররা দাবি করছেন যে তারা দীর্ঘদিন ধরে ফোরজি স্পিড ইন্টারনেট সেবা সরবরাহ করে আসছে। এমন কি তারা শিগগিরই ৫জি পরিষেবা প্রদান করবে যা ইন্টারনেটে সর্বশেষ প্রযুক্তি।
আমাদের আরো পোস্টগুলো দেখতে পারেনঃ
Samsung এবার নিয়ে এলো Galaxy M12
যদিও বাংলাদেশ এখন ও মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়ে আছে কিন্তু বাংলাদেশের প্রযুক্তির উন্নতি হচ্ছে তাই বেশি দিন বাংলাদেশ মোবাইল ইন্টারনেটের দিক দিয়ে পিছিয়ে থাকবে না।
যদিও একটি বৃহত মোবাইল পরিষেবা সরবরাহকারীর একজন দায়িত্বশীল কর্মকর্তা তাদের ইন্টারনেটের গতি কম বলে অস্বীকার করেছেন। তিনি এ বিষয়ে অফিসিয়াল বিবৃতি দিতে অস্বীকার করেন।
বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন ইন্টারনেটের তরঙ্গ ইন্টারনেট ব্যবহার কারীদের তুলনায় কম তাই ইন্টারনেটের ব্যবহারকারিরা ইন্টারনেটের স্পিড অনেক কম পান।
এজন্য এমন পরিস্থিতিকে মোকাবেলা করতে ৮ মার্চ নিলামের আয়োজন করা হবে। আরো জানা জায় নিলাম থেকে প্রয়োজনীয় তরঙ্গ কেনার পর ইন্টারনেটের স্পিড ভালো পাওয়া যাবে।
মোবাইল ইন্টারনেটের গতির দিক দিয়ে ভারত কিংবা পাকিস্তানের থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশের চাইতে কম গতির ইন্টারনেট রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। এমনকি আফ্রিকার দরিদ্র দেশ হিসেবে পরিচিত ইথিওপিয়া ও সোমালিয়ার চাইতেও খারাপ অবস্থা বাংলাদেশের। খবর বিবিসি।
অনলাইনে ইন্টারনেটের গতি সংক্রান্ত জনপ্রিয় ওয়েবসাইট স্পিডটেস্ট-এর বৈশ্বিক সূচকে এমন তথ্য পাওয়া গেছে। যদিও দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দাবি, অনেকদিন ধরেই বাংলাদেশের মানুষকে ফোরজি গতির ইন্টারনেট সেবা দিয়ে আসছে তারা।
আমরা যদি ইন্টারনেটের গতি দেখতে চাই তাহলে ভারতের ইন্টারনেটের গতি হচ্ছে ১২.৪১ এবং পাকিস্তানের ইন্টারনেটের স্পিড হচ্ছে ১৮ এমবিপিএস। আর বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি ১০.৫৭ এমবিপিএস যা তালিকার দিক থেকে ১৩৬ তম অবস্থান।
মোট ১৪০টি দেশের মোবাইল ইন্টারনেটের গতি জরিপ করে এই সূচক তৈরি করেছে স্পিডটেস্ট। তাদের ওই জরিপে বাংলাদেশের অবস্থান ১৩৬তম। আগের বছরের থেকে বাংলাদেশ এখন এক ধাপ পিছিয়ে রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৪৫তম অবস্থান নিয়ে তালিকার উপরে রয়েছ মালদ্বীপ। মিয়ানমারের অবস্থান ৮৮তম। এছাড়া নেপাল ১১৪, চার ধাপ পিছিয়ে পাকিস্তান ১১৮, শ্রীলঙ্কা ১২০, ভারত ১৩১ এবং সবচেয়ে নীচে ১৪০তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।
মোবাইলের ইন্টারনেটের গতির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মোবাইল ইন্টারনেটের গতি ১৮৩ এমবিপিএস এরও বেশি। তারপরেই রয়েছে দক্ষিণ কোরিয়া, কাতার, চীন, সৌদি আরব, নরওয়ে, কুয়েত ও অস্ট্রেলিয়া।
এ দেশগুলোর মোবাইল ইন্টারনেটের গতি ১০০ থেকে ১৭০ এমবিপিএস এর বেশি। তালিকায় ১৩৬তম অবস্থানে থাকা বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি ১০.৫৭ এমবিপিএস। যেটা কিনা ভারতে ১২.৪১ এমবিপিএস এবং পাকিস্তানে প্রায় ১৮ এমবিপিএস।
অবশ্য ওই একই সূচকে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার গতিতে অন্য অনেক দেশের চাইতেই এগিয়ে আছে বাংলাদেশ। সেখানে ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৬; যা গত বছরের চাইতে এক ধাপ এগিয়ে এসেছে।
বর্তমানে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি গড়ে ৩৩.৫৪ এমবিপিএস বলে ওই সূচকে উঠে এসেছে। সে হিসেবে তুরস্ক, গ্রীসের চাইতেও এগিয়ে আছে বাংলাদেশ। মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার চাইতেও বাংলাদেশ এই ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে কয়েক ধাপ এগিয়ে আছে।
ব্রডব্যান্ডে গতি বেশি থাকার কারণ হিসেবে বলা হচ্ছে, এই ইন্টারনেট মানুষ ক্যাবলের মাধ্যমে ব্যবহার করে।
ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai
No comments