Header Ads

Header ADS

৭ম শ্রেণির ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ বিষয় বাংলা শিরোনাম সমাজ ও সভ্যতা গঠনে শ্রমজীবী মানুষের অবদান

 ৭ম শ্রেণির 

১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২


বিষয়ঃ বাংলা

শিরোনামঃ সমাজ ও সভ্যতা গঠনে শ্রমজীবী মানুষের অবদান


ক নং প্রশ্নের উত্তর


শ্রমজীবীর পরিচয়ঃ সভ্যতার আদিতে মানুষের অস্তিত যখন পরিবেশ ও বিরুদ্ধ প্রকৃতি। করে তুলেছিল বিভিষীকাময় , সেদিন মানুষ তার আপন শ্রম দ্বারা বিশ্বের সকল শক্তিকে পরাভূত করে আশরাফুল মাখলুকাতরূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, মানবজীবনে শ্রমের গুরুত্ব সর্বাধিক। বাংলাদেশের মানুষ পরিশ্রমী। কঠোর শ্রমের বিনিময়ে এদেশের বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে , এদেশে রয়েছে নানা পেশার মানুষ। কোনাে কোনাে পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন, তাদের শ্রমজীবী মানুষ বলা হয়।


বাঁচার জন্য আমাদের সবাইকে কম – বেশি। পরিশ্রম করতে হয়। এদিক থেকে আমরা সবাই শ্রমজীবী মানুষ। কিন্তু সমাজে সব রকম মানুষ এক রকম কাজ করেন না। শিক্ষা দীক্ষা ও পরিবেশগত নানা করণে মানুষ নানা পেশার সঙ্গে জড়িত। সেজন্য পেশা ও শ্রমের ওপর ভিত্তি করে শ্রমকে দুই ভাগে ভাগ করা যায়।


যেমন: 

১। শারীরিক শ্রম বা কায়িক শ্রম।

২। মানসিক শ্রম।


শারীরিক শ্রম বা কায়িক শ্রমঃ শারীরিক শ্রম বা কায়িক শ্রম হলাে, শারীরিক শক্তি দিয়ে যে সকল কার্যবলি বা কাজ সম্পন্ন করা হয় তাকে শারীরিক শ্রম বা কায়িক শ্রম বলে। যেমন, কৃষিকাজ।


মানসিক শ্রমঃ যে সকল কাজ মেধা শক্তি ব্যবহার করে করা হয় তাকে মানসিক শ্রম বলে।

যেমন, শিক্ষক।


খ নং প্রশ্নের উত্তর


বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরিঃ আমাদের সমাজের প্রতিটি কাজ কোন না কোন পেশাজীবী করে থাকে। নিম্নে বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি করা হলাে:


শিক্ষকঃ শিক্ষক আমাদের সমাজ ও জাতি গঠনের কারিগর তারা তাদের মেধা শ্রম ব্যয় করে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেন।


কৃষকঃ কৃষক আমাদের সমাজে একটি। অন্যতম পেশা। কৃষি কাজের মাধ্যমে আমরা আমাদের দৈনিক জীবনের খাদ্য সংগ্রহ করতে পারে।


কুলিঃ কুলি আমাদের সমাজের মানুষের উপকার করে আসছে, তারা যদি আমাদের সমাজে না থাকতাে আমাদের অনেক কষ্ট বহন করত হত। আজ তাদের কারণেই এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল নিয়ে যেতে পারি।


ডাক্তারঃ ডাক্তার আমাদের সমাজের প্রতিটি মানুষদের সেবাদান করে থাকে। আমরা অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হই এবং তাদের পরামর্শ অনুসারে আমরা সুস্থতা লাভ করি। তারা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ পেশায় নিয়ােজিত আছেন।


বিবিধ পেশাঃ উপরােক্ত পেশাগুলাে ছাড়াও আমাদের সমাজে আরাে অনেক পেশার মানুষ। বসবাস করে যেমন, আইনজীবী, শ্রমজীবী, কামার, কুমার, নাপিত, ধােপা, তাঁতি, দর্জি, জেলে, ইত্যাদি পেশার লােক আমাদের সমাজকে সচল ও কর্মশীল করে রেখেছেন।


গ নং প্রশ্নের উত্তর

শ্রমজীবী মানুষের জীবন যাপনের বিবরণঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাের (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ (২০১৭) অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ কর্মজীবী লােক এমন অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। দেশে মােট ৬ কোটি ৮ লাখ লােক মজুরির বিনিময়ে কোনাে কোনাে কাজে আছেন। এর মধ্যে ৫ কোটি ১৭ লাখ ৪ হাজারই এমন অনানুষ্ঠানিকভাবে ঝুঁকিপূর্ণ (কাজের নিশ্চয়তা নেই কাজ করেন। অন্য ব্যক্তিরা অনানুষ্ঠানিক খাতের। নিম্নে একজন শ্রমজীবী মানুষের জীবন যাপনের বিবরণ তুলে ধরা হলােঃ


শ্রমজীবী মেহনতি মানুষই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ উন্নীত হয়েছে নিম্ন মধ্যম আয়ের দেশে। আর তাদের নিরবচ্ছিন্ন পরিশ্রমের মধ্যেই নিহিত রয়েছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। একজন শ্রমজীবী নিজের সর্বোচ্চটা দান করে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন। সকালে ঘুম থেকে উঠে কখনাে পান্তা ভাত আর ডাল দিয়ে খেয়ে আবার কখনাে না খেয়ে কার্নিশ কর্মে লিপ্ত হন। অনেক সময় দেখা যায় সারাদিন ঘুরে ও একটি কাজ করতে পারেনি খালি হাতে ফিরতে হয় বাসায়। নেই কোন খাবারের ব্যবস্থা ঘুমিয়ে পড়ে খালি পেটে। সন্তান স্ত্রী পুত্রদের নিয়ে কষ্টে অনাহারে জীবন যাপন করতে হয় তাদের। আমাদের প্রতিটি মানুষের উচিত তাদের আত্মমর্যাদা দান করা এবং তাদের পারিশ্রমিক সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া।


ঘ নং প্রশ্নের উত্তর


সমাজ ও সভ্যতা নির্ণয় শ্রমজীবী মানুষের অবদানঃ আমাদের সমাজে অনেক শ্রমজীবী মানুষ রয়েছে সামাজিক যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উনাদের কাজের জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজে সমাধান করা সম্ভব হয়। নিম্নের সমাজ ও সভ্যতা নির্ণয় কয়েকটি শ্রমজীবী মানুষের অবদান উল্লেখ করা হলােঃ


কুলিদের অবদানঃ যাত্রীদের মালামাল পরিবহন করা দেশের অন্যতম কাজ। কুলিরা অত্যন্ত কম টাকায় রেলওয়ে স্টেশন বাস স্টেশন সহ বিভিন্ন জায়গায় যাত্রীদের ভারী মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। মানুষের কষ্ট লাগবে ভারী বােঝা পরিবহন বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে আমাদের কষ্ট লাঘব করে কুলিরা। আমাদের নিয়মিত পণ্য পরিবহনের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তােলে। এই পেশাজীবী মানুষরা। কুলিরা মালামাল পরিবহনের মাধ্যমে যাত্রীদের সময় এবং কষ্ট অনেক কমিয়ে দেওয়ার মাধ্যমে অবদান রাখে।


রাজমিস্ত্রি অবদান


সভ্যতার বিনির্মাণঃ একজন রাজ মিস্ত্রি এবং রাজ শ্রমিক সভ্যতা সৃষ্টি হয়েছে। বড় বড় শহরের বড় বড় অট্টালিকা তৈরি পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে, একজন রাজমিস্ত্রির। বলা যায় সভ্যতার বিনির্মাণ শুরু হয় রাজমিস্ত্রির হাত ধরে।


বাস্তা-ঘাট নির্মাণঃ আমাদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নির্মাণ করে রাজমিস্ত্রিরা।


অবকাঠামােগত উন্নয়নে ভূমিকাঃ একটি দেশের অবকাঠামােগত উন্নয়নে রাজমিস্ত্রি শ্রমজীবী মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণ থেকে শুরু করে যে কোন ধরনের স্থাপনা যেমন বিমান বন্দর, সমুদ্র বন্দর, স্টেডিয়াম, ভাস্কর্য, সেতু, উড়াল সড়ক ইত্যাদি।


কামারদের অবদানঃ


বাংলার ঐতিহ্যের ধারকঃ কামার পেশায় কর্মরত শ্রমজীবী মানুষ সারা বাংলাদেশের ঐতিহ্যগত বিভিন্ন জিনিস বানিয়ে বাংলার ঐতিহ্য ধারণ করার কাজ করে যাচ্ছেন।


দৈনন্দিন যন্ত্রপাতি প্রস্তুতঃ কামার পেশায় কর্মরত ব্যক্তিরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যেমন দা, কাঁচি, বঁটি, কুড়াল ইত্যাদি বানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। 


স্বল্পমূল্যে যন্ত্রপাতি সরবরাহঃ কামাররা কায়িক শ্রমের মাধ্যমে প্রস্তুতকৃত বিভিন্ন যন্ত্রপাতি অল্প মূল্যে আমাদের নিকট সরবরাহ করে থাকে।



No comments

Powered by Blogger.