এডসেন্স এ এপ্রুভাল পাওয়ার জন্য এডসেন্স এর অফিসিয়াল নিয়ম
খুব সহজে কিভাবে এডসেন্স এর অ্যাপ্রভাল পাওয়া যায়
কিভাবে খুব সহজে এডসেন্স ওয়েবসাইটের জন্য এবং ইউটিউব এর জন্য অ্যাপ্রুভ করবেন
আর একই সঙ্গে যারা এডসেন্স সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য গুলো জানতে চান তারাও জানতে পারবেন এডসেন্সের অনেক খুঁটিনাটি বিষয়। তার জন্য আপনার পুরো পোস্টটি পড়তে হবে। আশা করি আপনি আমাদের পুরো পোস্টটি পড়ার জন্য প্রস্তুত রয়েছেন।
এক কথায় বলতে গেলে এই পোস্টটি থেকে আপনি এডসেন্স সম্পর্কে এ টু জেড তথ্য পেতে চলেছেন। যেমন কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়? কিভাবে সহজে এডসেন্স অ্যাপ্রুভ হয়? এডসেন্সের কি ধরনের শর্ত রয়েছে? আপনি কিভাবে আপনার অ্যাডসেন্সে আপনার ওয়েবসাইট যুক্ত করবেন এবং টাকা ইনকাম করবেন? কি কি কাজ করলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না? আর অ্যাডসেন্সে অ্যাপ্রভ হওয়ার জন্য কোন কোন কাজগুলো করতে হবে? তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন আজকের পোস্ট শুরু করা যাক।
আপনি যদি একজন অ্যাডসেন্স পাবলিশার হতে চান তাহলে অবশ্যই এই পোস্টটি পুরোটাই পড়বেন। এই পোস্ট টি শুধুমাত্র তাদের জন্য যারা ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্সে অ্যাপ্রভে করাতে চান এবং সেই শর্ত গুলো জানতে চান।
যারা এডসেন্স নিয়ে প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে বলছি, কালকে আপনি একটি এডসেন্স একাউন্ট করলেন ওয়েবসাইটে অ্যাডসেন্স যোগ করলেন এবং এডসেন্স থেকে অ্যাড নিয়ে আপনার সাইটে বসালেন। এখন অ্যাডসেন্স পাওয়ার সাথে সাথে কি আপনার ইনকাম হওয়া শুরু হয়ে যাবে? আপনারা সবাই দেখতেছেন যে ইনকাম টা কখন ইনকাম হওয়া শুরু হবে। তো আজকে সাইট বানিয়ে কালকে যদি আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেয়ে যান। তবু কিন্তু আপনি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। কারণ সেখানে আপনার কোন ভিজিটর বা ভিউয়ার্স থাকবে না। কারণ আপনার সাইটে দিনে পাঁচজনের মতো ভিজিটর আসে না। তাহলে যে এড বসালেন সে এডগুলো কে দেখবে এবং টাকা ইনকাম কোথায় থেকে হবে? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আপনাদের সাইটে এডসেন্স থাকলেই হবে না আপনার সাইটে যথেষ্ট পরিমাণ ভিজিটর থাকা লাগবে। তাহলেই আপনি একটি সুন্দর ইনকাম করতে পারবেন। তা না হলে ওখান থেকে আর্নিং করাটা কল্পনাই করা যায় না। আর যদি টাকা ইনকামের কথাই আসে তাহলে একটি ওয়েবসাইট থেকে শুধুমাত্র এডসেন্স থেকে নয় আরো অনেকগুলো সাইট রয়েছে যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। অ্যাডসেন্সে থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন। আমরা শুধু জানি এডসেন্স থেকে ইনকাম হয়। এডসেন্স তো হচ্ছে third-party একটি ব্যাপার স্যাপার। যদি আপনার একটি পপুলার ব্লগ থাকে সেখানে আপনি এডসেন্স এর থেকেও এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
কিংবা ইউটিউব এর মত ব্লগ সাইট থেকেও কিন্তু স্পন্সর পাওয়া যায় যেগুলো আপনার সাইটে এড করে ইনকাম করতে পারবেন। এফিলিয়েট প্রোগ্রাম করে আপনি অ্যাডসেন্সে থেকে আরও কয়েকগুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন।
ঘুরেফিরে ওই একই কথা, আপনারা অ্যাডসেন্সে অ্যাডসেন্স না করে ব্লগে পোস্ট করতে থাকুন।কাজ করতে থাকুন রেগুলার। একদিন দেখবেন এডসেন্স আপনার পিছনে দৌড়াবে। আপনার এডসেন্স এর পিছনে দৌড়াতে হবে না।
তো এখন আসি আমাদের মেইন টপিকে। বা মেইন কথায়।
কি করলে বাকি কাজ করলে আমরা সহজেই অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাব? আমরা এডসেন্স টা একটু করাতে পারবো?
১) তো এটা শুধুমাত্র ব্লগের ক্ষেত্রে না। ইউটিউব এর ক্ষেত্রেও সেইম কাজ কিংবা সেইম পলিসি কাজ করে। আর সেটা হচ্ছে আপনার কনটেন্ট ভালো হতে হবে। এবং আপনার কনটেন্ট এর মান খুবই ভালো হতে হবে।
নরমালি আপনি একটি পোষ্ট লিখেছেন। সেই পোষ্টটি আপনি হিজিবিজি করে আপনার যা ইচ্ছে হলো তাই লিখে ফেললেন। তাহলে কিন্তু হবে না। সেটা যথেষ্ট যুক্তি সহকারে একটি পোস্ট হতে হবে। এ বিষয়ে বেশি বুঝানো লাগবে না মনে হয়। একটা কনটেন্টের বেস্ট কোয়ালিটি টা আপনারা জানেন। তাই সর্বপ্রথম আপনারা এই দিকে খেয়াল রাখবেন যেন আপনাদের কনটেন্ট এর কোয়ালিটিটা খুবই ভালো হয়। মানে সবচেয়ে ভালো থাকে। আপনাদের প্রতিযোগী যারা আছে তাদের চেয়ে যেন ভাল হয়।
২) এরপরে আসে ভিজিটরের কথা। প্রতিদিন ন্যূনতম 50 থেকে 100 জন ভিজিটর থাকা উচিত। হাজার হাজার বা কয়েকশো ভিজিটর আপনার থাকা লাগবে না। 50 থেকে 100 টা ভিজিটর ন্যূনতম থাকা লাগবে। যারা বিষয়টি এখনো বুঝেননি। তাদের জন্য কথাটি খোলাসা করে বলতে গেলে। আপনাদের ওয়েবসাইটটিতে প্রত্যেকদিন 50 থেকে 100 জন লোক আসা লাগবে। যারা আপনার লেখাগুলো কে পরবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার ওয়েবসাইটটি অ্যাডসেন্সে অ্যাপ্রভ হওয়ার জন্য। গুগলের কাছে কিন্তু আপনার সাইটের সবকিছু আছে তারা সবকিছু দেখতে পারছে আপনার সাইটে কি হচ্ছে বা কি হয়েছিল।আপনার সাইটে কখন কত জন ভিজিটর আসে এবং তারা কতক্ষণ পর্যন্ত আপনার সাইটে ছিল সে তথ্য কিন্তু গুগলের কাছে আছে। কয়টা পোস্ট করতেছেন। গুগোল যখন আপনার সাইটে এড বসানোর সিদ্ধান্ত নিবে তখন কিন্তু তারা দেখবে এ সাইটে তো আমরা অ্যাড দিছি কিন্তু এড গুলো দেখবে কে? যখন দেখবে প্রতিদিন আপনার সাইটে 50 থেকে 100 জন ন্যূনতম আসতেছে বেশি আসলে আরো ভালো ন্যূনতম 50 থেকে 100 জন হলে তখন তারা ভাববে যে এখানে তো লোক আসতেছে এর এড গুলো দেখবে। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই এডসেন্স এর জন্য কিন্তু কোন ভিজিটর কাউন্ট লাগেনা। আমি বললাম ন্যূনতম 50 থেকে 100 জন থাকা ভালো। কিন্তু অ্যাডসেন্সে এটি কোথায় লেখা নেই যে আপনার এডসেন্স এড করানোর জন্য 50 থেকে 100 জন লাগবে। আপনার যদি ওয়েবসাইট কোন ভিজিটর না থাকে সে ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেয়ে যাবেন। আমি কথাগুলো বললাম কারন গুগল কিন্তু সবাইকে অ্যাপ্রভাল দেয় না। তাই এই বিষয়টি মাথায় রাখবেন।
৩) এরপর আস্তে সে আপনার ওয়েবসাইটের ডোমেইনটি পুরাতন হওয়ার কিছু ব্যাপার-স্যাপার। আপনার ওয়েবসাইটটি এক মাস অথবা দুই মাস এর পুরাতন হতে হবে। তিন মাস হলে আরো ভালো হয়।
ধরুন আপনি নতুন একটি কম্পানি খুলেছেন এবং সেখানে নতুন কতগুলো প্রোডাক্ট নিয়ে এসেছেন। সবাই কিন্তু আপনার নতুন প্রোডাক্ট একেবারেই কিনবে না। আস্তে আস্তে আপনার ক্রেতার বিশ্বাস আনতে হবে আপনার প্রোডাক্টের উপর। তারপরে গিয়েই কিন্তু আপনি আপনার প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন। তারপর গিয়ে আপনার প্রোডাক্ট গুলো আপনাকে তারা কিনবে এবং আপনি যদি ভালো প্রোডাক্ট দেন তাহলে আপনার কোম্পানিটি অনেক উপরে চলে যেতে পারে। সেইম জিনিসটি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে প্রয়োগ করে দেখুন। আপনার সাইটটি কতদিন ধরে মার্কেটে আছে? নিয়মিত পোস্ট করেছেন কিনা? আপনার পোষ্টের মান কতটুকু ভালো? ভিজিটর কিরকম রিয়াক্ট করতেছে? নিয়মিত ভিজিটর আসতেছে কীনা? সেগুলো কিন্তু গুগোল দেখবে তারপর গিয়ে আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেবে।
৪) কিছু পেইজ আপনার ওয়েবসাইটে এড করা থাকতে হবে। বেশকিছু পেজ রয়েছে যেগুলো আপনার ওয়েবসাইটের রাখা লাগবে। কিন্তু ন্যূনতম কয়েকটি পেইজ যেগুলো আপনাকে অবশ্যই রাখা লাগবে সেগুলো হচ্ছেঃ
1/Privacy Policy এই পেইজটা আপনার ওয়েবসাইটে অবশ্যই রাখা লাগবে। কারণ এটি হচ্ছে এডসেন্সের একটি শর্ত বা রুল।
এরপর আপনি ২/ contucts us 3/ about us এই পেইজগুলো রাখতে পারেন।
ন্যূনতম 3 পেজ রাখলেই এনাফ। যদিও ব্লগার এর ক্ষেত্রে এত রুলস রেগুলেশন মানতে হয় না। কারণ তারা ব্লগার যেহেতু নিজস্ব প্রোডাক্ট। তারা কিন্তু এখানে এত রুলস দেয় না।এই তিনটা পেজ তার পরেও রাখবেন। এই পেইজগুলো থাকলে আপনার অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেতে অনেক সহজ হবে।
৫) আপনাকে রেগুলারিটি মেনটেন্স করতে হবে। রেগুলার পোস্ট করতে হবে। এর মানে এটা নয় যে আপনাকে প্রতিদিন 10 থেকে 12 টি করে পোস্ট করতে হবে। আপনি এরকম একটি নিয়ম করবেন একদিন একটি করে পোস্ট করলেন। তাহলে আপনি এরকম প্রতিদিন একটি করে পোস্ট করতে থাকবেন। আর যদি আপনি এক দিন পর পর পোস্ট করেন সেটাও একটি রেগুলার। আপনি যেভাবে করবেন মনে করেন আপনি আজকে একটি দিলেন দুই দিন পর আরেকটি দেবেন আবার দুদিন পরে আরেকটি আবার দুদিন পরে আরেকটি এটি হচ্ছে একটি রেগুলারিটি এই জিনিসটা মেনটেন করতে হবে।
৬) অ্যাডসেন্সে অ্যাপ্রভাল জন্য কয়টি পোস্ট করতে হয়?
তো বন্ধুরা এটির জন্য কিন্তু কোন পোস্ট লাগেনা। অ্যাডসেন্সে অ্যাপ্রভাল জন্য একটি পোষ্ট হলেও অ্যাপ্রভ পাওয়া যায়। আবার কারো 1000 টি পোস্ট থেকে এডসেন্স অ্যাপ্রুভ হয় না। তো বন্ধুরা এডসেন্স এর জন্য পোস্ট কোনো বিষয় নয়। আপনার পোস্ট যদি ভাল হয় তাহলে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রভ পাবেন।
৭) বাংলায় লিখলে কি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যাবে?
বন্ধুরা গুগল এডসেন্স কিন্তু বাংলা ভাষা সাপোর্ট করে। তাই আপনি অ্যাডসেন্স এর জন্য আপনার সাইটে বাংলায় লিখলে কোন সমস্যা হবে না।
৮) বাংলা এবং ইংলিশ দুটো লিখলে কি কোন সমস্যা হবে?
না, তবে কেমন লাগে না যে কি ব্লগে দুই ধরনের লেখা। লিখলে কোন সমস্যা নেই। তবে একটু কিরকম লাগে আরকি।
৯) আমি কি ইংরেজিতে লিখতে পারবো?
ভাই ইংরেজিতে লিখলে তো আরো ভালো হয়। তখন গুগোল আরো আপনাকে তাড়াতাড়ি অ্যাপ্রুভ দেবে। আপনার ভিজিটর বেশি আসবে। তো আমাদের বাংলাদেশের সবাই কিন্তু প্রপার ইংরেজি পারেনা আর যে পারে সে কিন্তু ব্লগিং করবে না। সে অন্য কোন জব করবে।
১০)কপি করে পোস্ট করা যাবে?
কপি করে পোস্ট করা উচিত নয়। যদি চান তাহলে 30 পার্সেন্ট এর মতো রাখতে পারেন। তবে আপনি কোন একটি ওয়েবসাইট থেকে হুবহু কপি করবেন না। তাহলে কিন্তু ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। আপনি চাইলে অন্য সাইট কি নিয়মে লিখেছে সেটি দেখে আপনার ওয়েবসাইটে সেরকম করে লিখতে পারেন। তবে সেটি হবে আপনার নিজের মতো করে।
তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা আপনার পোস্ট ইউনিক রাখবেন। এবং কাউকে কপি করবেন না। গুগল এডসেন্স অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত সুন্দর সুন্দর পোস্ট করবেন যাতে ভিজিটর আপনার সাইটে চলে আসে।
আজকে এ পর্যন্তই। দেখা হবে আরও একটি এরকম নতুন পোস্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাদের সঙ্গেই থাকবেন।
ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/
No comments