আমার কবিতাগুলো ২
মেয়েরা
গাছে ধরেছে নিম
মেয়েদের নাম হয় মিম
মুরগি পেড়েছে ডিম
মেয়েরা সত্যিই আজব একটি বিম
দেখ তারা বেধেছে একটি টিম
এখন করবে যে শুধু প্রিম
ছেলেদের পকেটের কিরিং কিরিং
বুঝেছো, ওরা বড়ই বেশি চিটিং
Akul
21/10/2018
মানুষ
যারা ইচ্ছা করলেই পারে তাদের,
বিবেক কে জাগিয়ে তুলতে তারাই মানুষ
আমরা সবাই প্রাণী, প্রাণ থাকলেই নয়কো মনীষী
যাদেরকে থাকিতে হয় বিবেকের প্যারায়,
প্রাণী হলেও প্রকৃত মানুষ তারাই
Akul
24/11/2018
ফেল করেছি তাই
স্বার্থকতা কথা ভুলে গেছি, আমরা সবাই ভালো আছি
নিজের জীবন ব্যর্থ এখন করার কিছু নাই
ফেল করেছি তাই আমি পাশ করি নাই
বাসায় গেলে উঠতে দেবে, রেজাল্ট শুনে বিদায় দেবে
তাইতো আমি বাসায় যাই নাই
বাসা অনেক দূরে বটে মনেতেও ভয় রয়েছে
বাবা আমায় বকা দেবে ভাই
পাড়ায় পাড়ায় ঘুরেছি, মনে রং মেখেছি
পড়ালেখার অর্থ বুঝি নাই
পড়ালেখা করতাম যদি, পাস আমি হইতাম ঠিকই
বাসায় গিয়া রেজাল্ট আমি দেখাতাম সবারই
আনন্দ করে খাইতাম মিষ্টি, এখন তো কিছুই হয় নাই।
Akul
10/11/2018
বীর স্বপ্ন যোদ্ধা
এমন একটি পরিবার পেলাম, সবার থেকে দামি।
স্বপ্নের রাজ্যের আমিই রাজা,
কেউ জেনেছো নাকি?
স্বপ্নের রাজা হয়েছি ঠিকই
পরিবারের কিছুই তো আমি নই
বাবায় বলে, মনোযোগ দে, পড়ালেখা কর সঠিকভাবে
মায়ে বলে, হবে না, ওকে দিয়ে কি পড়ালেখা?
কাজেই দাও তবেই ভালো হবে।
বুদ্ধি নেই ঠিকই, মনোযোগ নেই হয়তো বা,
তবুও অদক্ষ তো আমি নই।
পারব ঠিকই, করব জয়
পৃথিবীতে আছে যত অসম্ভব বিষয়।
স্বপ্নের রাজা ঠিকই আমি,
রাজ্য চালনার অগ্রদূত
হোক না তা অসম্ভব, হোক না তা লক্ষী বা অলক্ষী
আমার মনোবল টাই অনেক শক্তিশালী
স্বপ্ন দেখলাম, রাজ্যের রাজাও হলাম
রাজ্যতো দুর্ভিক্ষ পারে হতেই
যত দুর্ভিক্ষই হোক না কেন তা ঠিক তো
রাজাকে হবে করতেই
মনে রেখো, দৃঢ় মনোবল থাকা সত্ত্বেও
ভেঙ্গে যেতে পারে স্বপ্নের সব অস্তিত্ব
কি করবে তখন? মনোবল ছেড়ে দেবে!
না, তা কখনোই তুমি করবেনা।
তোমার মনোবলকে অটুট রেখে, সব বিপর্যয় কে মেনে নিয়ে,
তুমি যাবে সামনের দিকে এগিয়ে,
তোমার স্বপ্নের অস্তিত্বকে ফিরিয়ে আনতে
তখনই তুমি সক্ষম হবে তোমার স্বপ্ন পূরণ করতে
পরিবার হয়তো তোমাকে কখনো বাধা দেবে
কখনো হয়তো বা উৎসাহ দিবে, আবার
কখনো দিবে উৎসাহ পূর্ণ সান্তনা
তাদের কথা মেনে তুমি হতে পারো,
স্বপ্নপূরণের বীর স্বপ্নযোদ্ধা
সব পরিবার থেকে ভালো লাগে আমার নিজের পরিবারটা
তাদের জন্যই আজ আমি এত বড় একজন বীর স্বপ্নযোদ্ধা
আজ পাইনি, তাই হয়েছে কি?
যুদ্ধ যেহেতু করতেছি
পাবো ঠিকই একদিন গুরুত্বপূর্ণ বিষয়টি।
Akul
20/12/2018
আমি কোথায়
হয়তোবা সে দিনটি আর বেশি দূরে নয়
যেদিন আমিও পটল তুলব
সেদিন আমি থাকবো কোথায়
হয়তোবা বইয়েরই পাতায়, কলমেরই আগায়
আর থাকবো সারে তিন হাত মাটির নিচের ঘর খানায়
সেখানে ও আমি সুখে থাকবো,
তোমাদের ভালোবাসায়
সবচেয়ে খুশির কথা, তখনও আমি থাকবো এই সোনার বাংলায়।
Akul
22/12/2018
বেটা হূল্লুক কোথাকার
বন্ধু আমার তোমরা ও ভাই
বন্ধু আমার তোমরা
তোমাদের দেখলে মনে পড়ে
সেই স্যারের কথাটা
বেটা হূল্লুক কোথাকার
স্যার আমার প্রিয় ছিল,
ঠিক আপন জনের মত
মাঝেমধ্যে ক্লাস না হলে,
অনেক মজা হত
তারি মাঝে স্যার এসে হঠাৎ করে বলতো
বেটা হূল্লুক কোথাকার
স্যার কে নিয়ে ঠিকই ঘুরতাম রাস্তাঘাট, হাট-আর-বাজার
স্যার আমার প্রিয় ছিল ভাই
স্যার আমার প্রিয়
তোমরা যেন স্যারকে,
কোনদিনও কটু কথা না বল
স্যার আমার কেমন ছিলে ঠিক তোমরাই তা বলো
বেটা হূল্লুক কোথাকার
Akul
22/12/2018
ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/
No comments