ভেরিফাই করা পেপাল একাউন্ট কিভাবে বাংলাদেশ থেকে খুলবেন
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন? আজকে আমি আলোচনা করব কিভাবে একটি ভেরিফাই করা পেপাল একাউন্ট খুলতে পারেন বাংলাদেশ থেকে।
আপনি এখানে আসছেন তার মানে হচ্ছে আপনি একটি পেপাল একাউন্ট খুলতে চাচ্ছেন। তাই পুরো পোস্টটি পড়লে বিষয়টি বুঝতে পারবেন। আশা করছি আপনি আমাদের পুরো পোস্টটি জুড়ে থাকবেন।
আর আমি যেভাবে দেখাবো সেভাবেই করলে আপনাদের পেপাল একাউন্ট টি খোলা হয়ে যাবে।আপনি যদি উল্টাপাল্টা করেন বা এরকম না করে ওই রকম করেন তাহলে আমি যেভাবে দেখাই নেই আপনি যদি ওইভাবে কিছু করেন তাহলে কিন্তু আপনার পেপাল এর সমস্যা হতে পারে। তো আমাদের পোস্টটি সম্পুর্ণ বুঝে বুঝে করার ট্রাই করুন।
পোস্টের শেষে গিয়ে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা পেপাল একাউন্ট চালাইলে আপনাদের একাউন্টে কোন সমস্যা হবে না। আর কি করলে আপনার পেপাল একাউন্টে ঝামেলা হতে পারে সেটিও বলে দিব।
১। তো বন্ধুরা প্রথমেই আপনার একটি ব্রাউজার এর প্রয়োজন হবে। এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজার টি অনেক ভালো।
২। তারপর আপনারা চলে যাবেন www.paypal.com/cy/home এই ওয়েবসাইটে। তো বন্ধুরা এখানে আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন www.paypal.com/cy আছে কিনা। না থাকলে এই পুরো এড্রেস টি দিয়ে নেবেন।
তো বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইল ইউজ করেন তাই কিভাবে মোবাইল থেকে খুলতে হয় সে বিষয়টি আমি এখন আলোচনা করব। তবে এরকম নয় যে আপনি চাইলে ডেক্সটপ থেকে খুলতে পারেন। মোবাইল আর ডেক্সটপে একই নিয়ম কিন্তু ইন্টারফেস টা একটু অন্যরকম।
তো বন্ধুরা এখানে Cyprus দেয়া আছে কিনা সেটি দেখে নেবেন। যদি Cyprus দেয়া না থাকে তাহলে দিয়ে নেবেন।
তো বন্ধুরা বাংলাদেশ থেকে যেহেতু পেপাল সাপোর্ট করেনা। তাই আপনারা পার্সোনাল একাউন্ট দেবেন না। আপনারা বিজনেস একাউন্ট এ টিক মার্ক দিয়ে তারপর continue-এ ক্লিক করবেন।
তো বন্ধুরা এরপর আপনার থেকে ইমেইল এড্রেস দিতে হবে। এখানে আপনার ইমেইল এড্রেসটি 100% ভেরিফাই করা আছে, সেই ই-মেইল এড্রেসটি দেবেন। তো বন্ধুরা আপনারা ভালো একটি ইমেইল একাউন্ট এখানে দেয়ার পর তারপর Continue এর উপর ক্লিক করবেন।
তো বন্ধুরা এখানে আপনাদেরকে একটি খুব সুন্দর পাসওয়ার্ড দিতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করবেন। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, কিছু সিম্বল আর ইউজ করবেন নাম্বার। তাহলে আপনার পাসওয়ার্ডটি অনেক শক্তিশালী হবে। আর অবশ্যই ৮ টি সংখ্যার একটি পাসওয়ার্ড ইউজ করবেন।
এরপর আপনারা Continue এর উপর ক্লিক করবেন।
তো বন্ধুরা এখানে দেখুন আপনার সম্পর্কে কিছু ডিটেলস দিতে হবে। তুই এই ডিটেইলস লিগ্যাল হওয়া উচিত। সে ক্ষেত্রে আপনি আপনার আইডি কার্ড যে নাম বাজে তথ্য গুলো রয়েছে সেগুলো দেখে দেখে আপনার ডিটেলস গুলো পূরণ করতে পারেন।
আর যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার বাবা অথবা মা আর আইডি কার্ড নিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো আইডি কার্ডের ফাস্ট নামে যেটা থাকবে সেটা এখানে ফাস্ট নামে দেবেন আর লাস্ট নামে আইডি কার্ডে যেটা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন।
এখানে যেটা লিগাল বিজনেস অ্যাডড্রেস লেখা আছে সেখানে আপনি আপনার নিজের নামটি লিখে দিতে পারেন। এরপর নিচের টিক দিয়ে থাকবে।
এরপর বিজনেস ফোন নাম্বারে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে। আপনাদের নিজের নাম্বার টি ইউজ করবেন। এক্ষেত্রে আর কোন সমস্যা হবে না।
তো এরপর এখানে দেখা যাচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এখানে আপনার আইডি কার্ড দিয়ে করতেছেন তার পিছনের অংশে দেখবেন আপনাদের এড্রেস দেয়া আছে। সেখান থেকে আপনারা অ্যাড্রেস লাইনে ১ যদি ধরে যায়। তাহলে অ্যাড্রেস লাইন 2 কিছু দিতে হবেনা। যদি অ্যাড্রেস লাইন 1 দিয়ে আর কোন তথ্য থেকে যায় তাহলে সেটা অ্যাড্রেস লাইন ২ তে দিতে পারেন। সেখানে প্রথমে আপনাদের গ্রাম এরপর ডাকঘর এরপর থানা এরপর জেলা এভাবে খুব সুন্দর করে এড্রেস টা দেয়া আছে। তো আপনারাও এভাবেই এখানে অ্যাড্রেস লাইনটি পূরণ করবেন। তো আইটি কার্ডে হয়তো সেটি বাংলাতে থাকবে তো এখানে আপনারা সেটি ইংরেজিতে লিখবেন।
তো বন্ধুরা আপনার ডিটেইলস পূরণ করা হয়ে গেলে। এখানে নিচে দুই জায়গায় টিক চিহ্ন দেবেন। এরপর agree and continue-এ ক্লিক করবেন।
তো বন্ধুরা এরপর একাউন্টে ইন্ডিভিজুয়াল দেবেন। এরপরের অপশনে ডিরেক্ট মার্কেটিং দিয়ে দেবেন। এরপর যেখানে PAYPAL* দেওয়া আছে সেখানে আপনার নামটি বসিয়ে দিয়ে Continue এর উপরে ক্লিক করবেন।
তো বন্ধুরা এরপরে আপনারা আইডি কার্ড অনুযায়ী আপনাদের জন্ম তারিখটি বসে দেবেন। এবং নেশনালিটি থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। হোম এড্রেস এ এসে same as business address এর উপর ক্লিক করে দিবেন এরপর সাবমিট এর উপর ক্লিক করুন।
তো বন্ধুরা আমাদের কিন্তু একটি পেপাল বিজনেস একাউন্ট তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের পেপাল একাউন্ট তৈরি হওয়ার পর আপনাদের যে ইমেইলটি দিয়েছিলেন সেই ইমেইলে একটি কনফার্মেশন ইমেইল গেছে। তাই আপনারা আপনাদের মেইলে চলে যাবেন।
তো বন্ধুরা যাওয়ার পর দেখতে পারবেন এই রকম একটি মেইল রয়েছে। সেটির উপর ক্লিক করবেন।
ক্লিক করার পর এরকম একটি মেইল দেখতে পারবেনা কারণ সেখানে একটি লেখা থাকবে Confirm Your Email তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি ব্রাউজার সিলেক্ট করতে বলে। তাহলে আপনি যে ব্রাউজারটি দিয়ে পেপাল অ্যাকাউন্ট তৈরি করলেন সেটি সিলেক্ট করে দেবেন।
তো বন্ধুরা সেখানে যাওয়ার পর আপনাদের কাছ থেকে একটি পাসওয়ার্ড চাবে। একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে Confirm Email Address এ ক্লিক করবেন।
তো বন্ধুরা সকল পর্যায়ে সম্পন্ন করার পর আমাদের একটি পেপাল একাউন্ট তৈরী হয়ে গেছে। তো আপনার পেপাল অ্যাকাউন্ট তৈরি করে এমন কঠিন কোন কাজ না।
ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/
No comments