Header Ads

Header ADS

নিজের ইউটিউব ভিডিও বারবার দেখলে কি কি হবে? Watching Own Youtube Videos Bangla

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।
আজকে আমি আলোচনা করব ইউটিউবে নিজের ভিডিও নিজেই কি কি সমস্যা হতে পারে? নিজেকে নিজে দেখা উচিত? নিজের ভিডিও নিজে দেখলে এডসেন্স এর কোন সমস্যা হবে?



আপনারা কি কেউ বলতে পারবেন যে নিজের ভিডিও নিজের চ্যানেলে থেকে দেখেননি? আশা করি কেউ নেই। কারণ আমি জানি যে আমরা সকলে আপনি আমি সবাই পর থেকেই কখনো না কখনো নিজেদের চ্যানেল থেকে নিজেদের ভিডিও দেখেছি।

আসলে আমরা যখন নতুন নতুন ইউটিউবিং করা শুরু করি। তখন আমরা youtube-এর এত কিছুর নিয়ম গাইডলাইনস বা পলিসি গুলো সম্পর্কের এতটা ধারণা থাকে না। তো সেই সময়ে আমরা আমাদের চ্যানেলে কিছু ভিউস বাড়ানোর জন্য, বা কিছু ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমরা আমাদের বিভিন্ন ডিভাইস থেকে মানে মোবাইল থেকে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে আমাদের ভিডিও বারবার দেখা শুরু করি। কখনও কখনও আমরা মাল্টিপল ট্যাব ওপেন করে দেই দিয়ে সেখান থেকে কিন্তু আমাদের ভিডিও আমরা বারবার চালাই। যাতে করে কিছু ওয়াচ টাইম বেড়ে যায়।

তো এরকম করে কিন্তু আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করি। নিজেদের পায়ে কুড়ুল মারি। কিছু কিছু মানুষ তো আরো এক ধাপ এগিয়ে যায়। মানে তাদের চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পরেও তারা কিছু এক্সট্রা ইনকাম এর জন্য বা ইনকাম বাড়ানোর জন্য নিজেদের ডিভাইস থেকে নিজেদের ভিডিও দেখা শুরু করে। তো এটা তো আরো বেশি মারাত্মক। এটা আরো বেশি ক্ষতিকর। এটা পায়ে কুড়ুল মারা নয়, কুড়লে গিয়ে পা মারার মতো ব্যাপার-স্যাপার। এটা খুবই ক্ষতিকর।

তো এই পোস্টে আমরা সেইসব বিষয় নিয়েই কথা বলবো। আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে আপনি যদি আপনার চ্যানেলে এরকম করে থাকেন তাহলে আপনার চ্যানেলে কি কি ক্ষতি হতে পারে?

আর এই পোস্টটি শুধুমাত্র নতুনদের জন্য নয়। যারা ইউটিউবিং করছেন অনেকদিন ধরে অথচ এই বিষয়ে কিছু জানেন না তাদের জন্যও। তাই নতুন পুরাতন সবার জন্যই এই পোস্টটি।

আপনার চ্যানেলে কি কি ক্ষতি হতে পারে সেটি বলার আগে আমি এটি আপনাকে বলে দিতে চাই এখানে আমি যেসব ইনফর্মেশন দেবো সেগুলো কোনটি আমার ব্যক্তিগত নয়। ইউটিউব পলিসির মধ্যে যে জিনিসটি বলা রয়েছে সেই জিনিসটিই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। আপনারা চাইলে কিন্তু পলিসিটা পড়তে পারেন। এখানে ইউটিউব পলিসি লিংক টি দেয়া হলোঃ

YouTube Policy

তো বন্ধুরা এবার চলো টপিকে আসা যাক। আপনার চ্যানেলে কি কি ক্ষতি হতে পারে?
১/ Video Will Be Lebelled as Low Quality Playbascks (ভিডিওকে লো কোয়ালিটি প্লেব্যাকের আওতাভুক্ত রাখা)

মানে আপনার ভিডিওকে লো কোয়ালিটি প্লেব্যাক এর আওতাভুক্ত হিসাবে ধরা হবে। তো আমি বুঝিয়ে দেবো যে এই লো কোয়ালিটি প্লেব্যাক টি কি? তার আগে দেখে নেবো যে পলিসি তে কি বলা হয়েছে। তো পলিসিতে বলা হচ্ছে।

মানে ধরুন আপনি আপনার মাল্টিপল ডিভাইস থেকে, মানে একাধিক ডিভাইস থেকে আপনার ভিডিওতে যদি বারবার চালান। মানে মোবাইল থেকে ল্যাপটপ থেকে ডেক্সটপ থেকে বারবার যদি আপনার ভিডিওকে দেখেন। বা একই ডিভাইসে মাল্টিপল ট্যাব ওপেন করে আপনার ভিডিওকে বারবার দেখেন। তাহলে কিন্তু আপনার ভিডিও কে লো কোয়ালিটি প্লেব্যাক এর আওতায় ধরা হবে।

আমি বিষয়টাকে আরো একটি সাধারন ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, কিভাবে এটা হচ্ছে? এটাই এজন্য হচ্ছে কারণ ধরুন আপনি আপনার যে একাউন্ট থেকে মোবাইল থেকে আপনার ইউটিউব চ্যানেলটাকে মেইনটেন্স করতেছেন। ধরুন আপনি আপনার ডেক্সটপ থেকে মেইনটেন্স করতেছেন আপনার ইউটিউব চ্যানেল টা কে। তো সেই ডেক্সটপে আপনি সেই ইমেইল এড্রেস দিয়ে লগইন করেছেন। যে ইমেইল এড্রেসটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করেছেন। তো সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস কিন্তু ইউটিউব নিজেদের কাছে জমা রাখতেছে। ইউটিউব কিন্তু বুঝতে পারতেছে যে আপনি এই ডিভাইস থেকে বার বার আপনার ভিডিওটি দেখতেছেন। এছাড়াও আপনার যে বাকি ডিভাইসগুলি রয়েছে যেমন মোবাইল রয়েছে ল্যাপটপ রয়েছে। সেখানেও কিন্তু আপনি কোন না কোন সময় আপনার ওই ইমেইল এড্রেসটি দিয়ে লগইন করেছিলেন। তাহলে কিন্তু সেই সময় ইউটিউব আপনার সেই ডিভাইজের আইপি এড্রেসটি নিজেদের কাছে রেখে দিয়েছে। তাহলে ইউটিউব কিন্তু সেটা বুছতে পারতেছে যে ওই ডিভাইস থেকে আপনি চালাচ্ছেন সেটি আপনি আপনার ভিডিওটি বারবার দেখতেছেন।

তো ইউটিউব কিন্তু এই পুরো বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না তো এজন্যই ভিডিওটিকে লো কোয়ালিটি প্লেব্যাক এর আওতায় ধরে নিচ্ছে।

তো এই lowquality প্লেব্যাক আন্ডারে আপনার ভিডিও আসলে কি কি হতে পারে? সেটা কিন্তু আমরা আমাদের নেক্সট যে পয়েন্টটি রয়েছে সেটি দেখলেই বুঝতে পারব।

তো নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে
২/ Freezing Channel Metricks, Descarding Channel (ভিডিওর ভিউ থামিয়ে দেয়া, চ্যানেল বাতিল করা)

তো বন্ধুরা ইউটিউব আপনাদের ভিডিওর ভিউ থামিয়ে দেবে এবং আপনার চ্যানেল টি কে বাতিল করে দিতে পারে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। মানে কি বিষয়টিকে আরও একটু সাধারণ ভাবে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমরা একটু দেখে নেবো যে আমাদের ইউটিউব পলিসি তে কি বলা হচ্ছেঃ

মানে ইউটিউব কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে। যে ইউটিউবে যদি এই ধরনের লো কোয়ালিটি প্লেব্যাক করা হয়, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের ভিউজ কে ফ্রিজ বা থামিয়ে দেবে। মানে আপনার চ্যানেলে আর ভিউজ হবে না। আপনার চ্যানেলে ভিউজ আসবে মানে আপনার চ্যানেলের ভিডিও গুলো মানুষ দেখবে কিন্তু আপনার চ্যানেলে সেগুলো কাউন্ট হবে না বা দেখাবেনা এটাও হতে পারে। বা ইউটিউব কিন্তু আপনার চ্যানেলকে বাতিল করে দিতে পারে। বাতিল খুব কম ক্ষেত্রেই হয়। যদি আপনার চ্যানেলে ভিউজ কে ফ্রিজ বা থামিয়ে দেয়। ভিডিওর যদি ভিউজ এক জায়গায় দাঁড়িয়ে যায়। আপনার ভিডিওতে যদি ভিউজ না বাড়ে। তাহলে বাতিল করা আর না করা একই ব্যাপার, তাই না?

আর এই বিষয়টি আপনার একটি ভিডিওর জন্য হবেনা কিন্তু এরপর থেকে আপনার চ্যানেলের যত ভিডিও আপলোড করবেন সবগুলোর ক্ষেত্রেই এটি কাজ করবে। আপনি কিন্তু আপনার ভিডিওকে অনেক জায়গায় শেয়ার করবেন। মানুষ আপনার ভিডিও দেখবে। কিন্তু আপনার ভিউজ সংখ্যা বাড়বে না। আপনি যে কয়জন কে শেয়ার করবেন সে কয়টি ভিউজ শুধু হবে। ইউটিউব কিন্তু নিজে থেকে আর কাউকে আপনার ভিডিওটি পাঠাবে না। আপনার ভিডিওকে সাজেস্টেড ভিডিও লিস্টে পাঠাবে না। তো সাজেস্টেড ভিডিও লিস্টে যদি আপনার ভিডিওটি ইউটিউব না পাঠায়। ইউটিউব যদি নিজে থেকে আপনার ভিডিওকে প্রমোট না করে। তো তাহলে কি করে আপনার ভিডিও রেংক করবে? কি করে আপনার ভিডিওতে ভিউ আসবে? আপনিই বলুন।

আসবে কি? আসবে না। তো আপনার চ্যানেলকে ইউটিউব থেকে বাতিল করে দিয়া আর বাতিল না করে ভিউজ থামিয়ে দিয়ে কিন্তু একই কথা। এমন কিছু আলাদা নয় কিন্তু ব্যাপারটা। তো দুটোই ভয়ঙ্কর জিনিস। সো এই দুটো হল মেইন পয়েন্ট। বা এই দুটো হল মেইন ক্ষতি যা আপনার সঙ্গে হতে পারে।

এই সমস্যায় আমিও পড়েছিলাম। আমার ভিডিওর ভিউজ ব্রিজ করে দেয়া হয়েছিল। তাই আমি ভুক্তভোগী। সেজন্য আপনাদের কাছে এই পোস্টটি করলাম যাতে করে আপনারা এই ধরনের ভুল আর না করেন এবং এই ধরনের সমস্যায় না পড়েন।

বন্ধুরা আমি বলব আপনারা জেনে ভুল করবেন না। যখন আজকেই জিনিসটা জানতে পারলেন তখন এই জিনিসটাকে একটু মেইনটেন্স করে চলার ট্রাই করবেন। আপনি নিজেও করবেন না এবং কাউকে করতেও দেবেন না এ ধরনের ভুল।

এখন আসি সমাধানের কথায়। ধরুন আপনি এইধরনের ভুল করে ফেলেছেন এবং আপনার চ্যানেল ফ্রিজ করে দেয়া হয়েছে। তাহলে আপনি একটি কাজই করতে পারেন আপনার ওই চ্যানেলটি বাদ দিয়ে আপনি আরেকটি নতুন চ্যানেল ওপেন করুন। এবং সেখানে ওই ভিডিওগুলো আবার আপলোড করুন।
ঠিক আছে? এটাই কিন্তু আপনি করতে পারেন। ওই চ্যানেলে কাজ করে কিন্তু আর কোনো লাভ হবে না।

তো বন্ধুরা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আগামীতে যেন এই ধরনের ভুল না হয় সেই জিনিসটা মাথায় রাখবেন।

আজকে এ পর্যন্তই। আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী পোষ্ট পাওয়ার জন্য। যদি একটুও ভালো লাগে পোস্টটি তাহলে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারে।

আপনি যদি এখন ও না বুঝে থাকেন তাহলে আমাদের ভিডিও টি দেখতে পারেন।


ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/

No comments

Powered by Blogger.