Header Ads

Header ADS

তিন মশাই এক জায়গায় পর্ব ২



আমাদের আগের পাঠটি দেখতে ক্লিক করুন

আমি: ও, তুই  স্বদেশ প্রেমী হয়ে গেছিস।

 লিখন বললঃ  শোন,  তোরা বৈঠক করতে থাক আমি চললাম।

 জনিঃ  তুই আবার কোথায় যাবি।

 লিখনঃ  এখন আমাকে কোচিংয়ে যেতে হবে।

লিখনঃ আমি  চললাম তাহলে।

 জনিঃ  যা তাহলে।

 আমি বললামঃ  জনি তুই যে বললি তুই আমাকে শুধু সেই কথাটি বলবি।  সে কথাটি কি,  বলতো দেখি।

 জনিঃ  এদিকে আয়,  আরে,  আরো কাছে  আয়।

আমি আরো কাছে আসলাম এবং সে যে কথা বলল তা শোনার জন্য তখন আমি প্রস্তুত ছিলাম না। 

 সে বললঃ  আমাদের গ্রামের ভদ্র ছেলে,  ভালো ছেলে,  রোকনই সেই চোর।  জনি নাকি তা স্পষ্ট বুঝতে পেরেছে।  লিখনের সামনে সে সব কথা আমাকে বলতে চায় নাই।  তাই আমরা লিখনকে সেখান থেকে কেটে পড়তে সাহায্য করলাম।

জনি বললঃ  রোকন যে চোর তা প্রমাণ করার জন্য আমাকে আরো তথ্য জোগাড় করতে হবে।  তাই লিখনের সামনে তোকে বলতে চাই নাই,  সেতো রোকনের ভালো কাছের বন্ধু,  সে যদি রোকনকে তা বলে দেয় তাহলে তো শাস্তি ছাড়াই চোর মুক্তি পাবে। তাই রোকনের যেসব তথ্য এখন আমার কাছে আছে,  তা তোকে দেখানোর জন্য আমি এনেছি।


এই কথা বলে জনি আমাকে তার কাছে থাকা একটি ব্যাগ বের করে দেখাতে থাকলো। এই দেখ রোকনের যে বড় ভাই বাবু ঢাকা থেকে এসেছে,  সেই এই ব্যাগ রোকনের জন্য এনেছে।  আমি রোকনদের  বাসায় গিয়েছিলাম এবং জেনেছি রোকনের ভাই তার জন্য একটি ব্যাগ ঢাকা থেকে এনেছে। আর দেখ রোকনের মার্কশিট একবার যে সে 100 এর মধ্যে 10 পেয়েছিল সেটি।  আমি তো দেখে একেবারেই থ। এটি সেই রেজাল্ট এ ছিল যার কথা সে আমাকে তার মাকে বলতে নিষেধ করেছিল। 

 জনি বললঃ  দেখ এখানে রোকনের একটি ছবিও রয়েছে।  এই রোকন যে চুরি করবে তা তো আমরা ভাবতেই পারি না। তাই বলছি আমাদের আরও সতর্ক থাকতে হবে এবং এদের মতো লোকদের আমাদের এলাকা থেকে বের করে দিতে হবে।

আমি বললাম একদম ঠিক বলেছ। আমি জনি কে বললাম এখন তুমি এগুলো নিয়ে তোমার বাসায় চলে যাও। আমার বাসায় রাখলে বাবা-মা জেনে যেতে পারে। আমি রাত্রে লিখনসহ একটি বুদ্ধি বের করব।

জনি বললো থাক তাহলে আমি যাই।

আমি বললাম যা তাহলে।

জনি যাবার পর আমি অনেকক্ষণ ধরে ভাবলাম আমাদের গ্রামে শান্তশিষ্ট নম্র ভদ্র ছেলে পড়াশোনায় আমাদের থেকে ভালো সে কিভাবে চুরি করতে পারে। তার গোষ্ঠীতে এরকম কোনো রেকর্ড নেই। আমি অনেকক্ষণ এ বিষয়ে চিন্তা করে বের করলাম:- হতে পারে এরকম ব্যক্তি তার ভাষায় রেখেছিল, এবং কিউ তার ব্যক্তি চুরি করেছিল। আমি এসব বিষয় ভেবে এটাই সিদ্ধান্ত নিলাম যে কখনোই চুরি করতে পারে না। আর জনি হচ্ছে রোকনের শত্রুর মতো একজন বন্ধু, তাই আমি জনি কে না জানিয়ে চোরকে ধরতে অনেক চেষ্টা শুরু করলাম। সেজন্য সন্ধ্যায় জনি আর লিখনকে কি বলবো তা ঠিক করলাম।


পরে সন্ধ্যার সময় আমরা ঠিক গতকালের সেই ঘাসের উপর বসেই আমাদের গবেষণা চালু করলাম। জনিও অনেক বুদ্ধি বের করেছে রোকন কে চোর বানানোর জন্য। লিখুন তো জনির কোন কথাই না বুঝে ওর মত বলে বলে গেল। আমি সবার সব পরিকল্পনা শোনার পর বললাম তোর শোন:- আমরা যে ব্যাগ পেয়েছি, সে টি রোকনের তা আমিও জানি। আমরা এখন একটা কাজ করতে পারি। আমরা ব্যাগে করে বাজার নিয়ে রোকনের সামন দিয়ে নিয়ে যাব এবং সে আমাদের হাতে তার ব্যাগ দেখে অবশ্যই বলবে এটা আমার ব্যাগ। তখন আমরা তাকে অপরাধী বানানোর জন্য আরও একটা বড় প্রমাণ পাবো। জনি তো ছুটি মহাখুশি।

লিখন বলল: তাই করো তাহলে।

আমি এই বুদ্ধিটা দেওয়ার কারণ হচ্ছে রোকন যদি বলে এই ব্যাগটা তো আমার আর তা চুরি হয়ে গিয়েছে। তা তোমাদের হাতে কেন? তাহলে তো আমি বুঝব যে বড়াই চুরির পেছনে রোকনের নয় অন্য কারো হাত আছে। পরে আমরা আমাদের কথামতো রোপনের সামনে তার ব্যাগ নিয়ে যাচ্ছি। আমার চিন্তার সাথে তার কথার মিল পেলাম। আমি যা ভাবছি ঠিক তাই, রোকন বলল। আমার চুরি হওয়া ব্যাগ তোমাদের হাতে কেন? কারন আমার ব্যাগ আমাকে দাও। জনি তার কথায় মন না দিয়েই তার আর একটা প্রমাণ সে পেল। যে রোকনই সেই চোর।

ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/

No comments

Powered by Blogger.