Header Ads

Header ADS

তিন মশাই এক জায়গায় পর্ব ৩


 

আমরা রোকনকে তার ব্যাগ ফেরত দিলাম না। পরবর্তীতে দুপুরের দিকে লিখন ও জনি প্রাইভেটে গেলেও আমি গেলাম না। আমি রোকনদের বাসায় গেলাম। এবং জানতে চাইলাম তার ব্যাগ কি ভাবে চুরি হয়েছে। রোকন তার ব্যাংক চুরির কথা আমাদেরকে আস্তে আস্তে বলতে বলল। আমি কারণ জিজ্ঞাসা করলে 

সে বলল:- আমার ব্যাগ দিয়ে চুরি হয়েছে তা শুধু আমি জানি। আমার পরিবারের আর কেউ জানে না। 

আমি বললাম:- তুমি কি জানো তোমার ব্যাগ কিভাবে চুরি হয়েছে।

রোকন বলল: একটু ধারনা পেয়েছি আমার ব্যাগ চুরি করেছে।

আমি বললাম: কে চুরি করেছে মনে হয়?

সে বলল: আমাদের পাশের বাড়ির শাকিল।

আমি বললাম: আমি এখন যাই তাহলে।

সে বলল: নাস্তা করে যাও।

আমি বললাম: এখন না, পরে এসে খাবো।

সে বলল: কি হয়েছে, তোমাদের হাতে তখন আমি ব্যাগটি দেখলাম।

আমি বললাম: না, আমরা শাকিল এর হাতে ব্যাগটা দেখে সুন্দর লাগলো তাই আমরা তার থেকে ব্যাগটা নিলাম।

রোকন বলল: ও, ঠিক আছে।

( পরবর্তীতে আমরা রোকনকে তার ব্যাগ টি ফেরত দিয়ে ছিলাম)

আমি রোকনদের বাসা থেকে কি ঠিক আমাদের বাসায় আসলাম। এবং শাকিল সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করে পর্যবেক্ষণ শেষ করে শাকিল এই যে সত্যি কারের ব্যাগ চোর এবং আপেল বড়াই চোর তার প্রমাণ পেলাম। পরের দিন আমি একই বাগানে একপাশে বসে ছিলাম এবং দেখলাম শাকিল বাগান থেকে এক ব্যাগ কি যেন নিয়ে বের হল। আমি তার কাছে গেলাম এবং বললাম কিরে তোর হাতে কি?

সে আমাকে মিথ্যা বলতে চেয়েছিল কিন্তু পারল না আমি তার কাছে চলে এসেছি।

তারপর সে বলল: আপেল বড়াই।

আমি বললাম: কিনেছিস?

আমি জানতাম সে বলবে হ্যাঁ তারপরও আমি বললাম কারণ আমি সেই বাগানের মালিক এ পাশের রাস্তায় দেখেছি এবং এখান থেকেও দেখা যাচ্ছে। তারপর আমি তাকে এই বাগানের মালিক হাবিলকে দেখিয়ে বললাম: ঐ দেখ হাবিল কিভাবে বসে আছে। সে আর কিনেছে বলতে পারল না। সে বলল: আমি বড়াই গুলো চুরি করেছি তুই কাউকে বলবি না বল?

আমি বললাম তা দেখা যাবে। তুই এখন এখান থেকে যা। সে চলে গেল। আমি তাকে যেতে বলার কারণ সে প্রতিদিন বাগান থেকে আপেল চুরি করে আর পাশের গ্রামের বাজারে বিক্রি করে তা আমি দেখেছি। এখন এখানে যোনীয় লিখন আসবার সময় হয়েছে তাই আমি শাকিলকে এখান থেকে কেটে পড়তে বললাম। শাকিল আমার ফাঁদে পা দিয়েছে। আমি কিছুক্ষণ পর দেখলাম জনিও লিখন আসছে। আমি আর তারা গোল করে বসে গোল মিটিং শুরু করলাম। 

জনি বলল: রোকনের সম্পর্কে সকল তথ্য জোগাড় করা আমার শেষ এখন শুধু ধরিয়ে দেবার পালা।

আমি বললাম: কখন ধরিয়ে দিবি আর ধরিয়ে কাদের হাতে দিবি?

জনি বলল: কেন আজকেই ধরিয়ে দেব। আর ও তো জানিস আমার বন্ধু হলেও শত্রু। তাই পুলিশে ধরিয়ে দেব ওকে।

আমি বললাম: শোন, কালকে ওকে ধরিয়ে দেবো ঠিক। আজকে এখন যে টাইম হয়েছে তার একটু আগেই। আমার কথা তোকে মানতে হবে।

লিখন বলল: ঠিকই বলেছ। আজকে ধরিয়ে দিলে পুলিশ ডাকার সময় নাই আর  রোকনই বা এখন কোথায় আছে।

জনি বলল: ঠিক আছে তাহলে। কালকেই ধরিয়ে দিব।

আমি বললাম: আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।

জনি: কি বুদ্ধি।

আমি: আমার বুদ্ধি মত কাজ করবি তো।

লিখন: আগে বল না।

আমি: লিখন তুই সাকিলের বাবা-মা ভাইকে ডেকে এই জায়গায় এনে, চোর ধরতে হবে বলে স্কুলের পিছন থেকে বাম দিকে দৃষ্টি রাখবে।

লিখন: আচ্ছা তাই হবে।

আমি: জনি তুই রোকনের বাবা-মা আর তার ভাইকে ডেকে এনে চোর ধরতে আমাদের সাহায্য করতে বলবি, আর তুই বাগানের এই দিকটায় থাকবি।

জনি: ঠিক আছে।

আমি: এসব কথা কেউ যেন না জানে। কারন রোকন একটা ভালো ছেলে। তার বদনাম যেন গ্রামের কথাও শোনা যায়। তাই জেনো আর কেউই না জানে। এমনকি রোকনের বাবা-মায়ের তাদেরকে শুধুই বলবা তুমি চোর ধরবে তারা যেন তোমাকে সাহায্য করে। আরো লিখুন তুমিও একই কথা বলবে।

জনি: ঠিক আছে।

আমি: আমি তখন বাগানের মালিক হাবিলকে নিয়ে তাদের বাগানের ঠিক মাঝখান থেকে চোরকে ধাওয়া করব আর বাগানের বাহিরে তোমরা তাকে ধরবে।

লিখন বলল: কালকে যে চোর আসবে তা তুমি জানো?

আমি বললাম: হ্যাঁ, তোমরা শুধু আমার বুদ্ধি অনুযায়ী কাজ করবে।

পরের দিন। আজ জনির মহাখুশির দিন কারণ জনি রোকনকে আজ পুলিশের হাতে দিতে না পারলেও তার মা বাবার কাছে তাকে ধরিয়ে দিতে পারবে। দেখলাম সবাই কথা মত চলে এসেছে এবং তারা তাদের জায়গায় সেট হয়ে গেছে। আমি বাগানের মালিক আমরাও বাগানের মাঝে প্রবেশ করলাম। প্রতিমিত বাগানের মালিক হাবিব বিশ্বাস করল না যে তার বাগানে প্রতিদিন চুরি হয়। তাকে অনেক কষ্ট করে ম্যানেজ করে বাগানের মাঝে প্রবেশ করানো গেল। তিনি বাগানের মাঝে যেতেই তার প্রমাণ পেল। এখন সময় হয়েছে চোর আসার।  আমরা প্লেন মত কাজ করছি। একটু পরেই দেখি বাগানের মাঝে কেউ যেন আসছে। পরে দেখি সে আপেল চুরি করছে। তার সাথে আরও একজন রয়েছে। তার নাম রমজান সে আমাদের পাশের গ্রামের একজন ছেলে। আমি তো দেখে আশ্চর্য কিরে এখানে তো একজন থাকার কথা দুইজন কেন? পরে আমি ও বাগান ওয়ালা তাদেরকে ধাওয়া দিয়ে তারা বাগান থেকে বের হতে চাইলে তাদেরকে ধরে ফেলে জনি ও লিখন। তখনও তাদের হাতে আপেল বড়াই ছিল। পরে আমরা গিয়ে রাতের মাঝেই তাদের বিচার করি এবং তাদের মা-বাবাকে বলে অনেক শাস্তির ব্যবস্থা করা হয়। তারপর থেকে আমাদের গ্রামে তাদের দুজনকে আর চুরি করতে দেখি নাই। জনি সেদিন অনেক আচার্য হয়েছিল এবং আমাকে বলেছিল: তুই পারবি দেশকে রক্ষা করতে। তারপর গ্রামের অনেকে খবরটি জানতে পেরেছিল এবং বলেছিল: আমরা ছোটরা ইচ্ছা করলেই দেশটাকে শান্তিতে রাখতে পারি। এসব কথা শুনে সত্যিই আমাদের অনেক ভালো লেগেছিল।

No comments

Powered by Blogger.