Header Ads

Header ADS

কবি মোঃ আকুল মিয়ার এক ঝুড়ি কবিতা পর্ব ১

 

আমার লেখা কবিতাগুলোঃ

পৃথিবী ছেড়ে চলে যাব

ভাবা শেষ আমার, যেতে হবে সেখানে
যেখানে নেই আলোও বাতি বিজ্ঞানী
নেই কোনো উন্নত সভ্যতা,
থাকবেনা ছলনাময়ী এই জীবন,
থাকবে শুধু আমল, আমল, আমল
নেইকো সেথায় মাতা পিতা
নেইকো আপন জন
সেথায় আপন বলতে থাকবে তোমারি আমাল
পৃথিবী ছেড়ে চলে যাব,
ওই না জগতে
ওই জায়গার অবস্থান হবে হাশরের ময়দানে
ওই জায়গায় হিসাব হবে,
কে জাহান্নামী কে জান্নাতি পরিচয় হবে সেখানে
আল্লায় আমার আমলনামা দেন যেন ডান হাতে
এই মিনতি করি আমি আল্লাহর দরবারে

Akul
04/07/2018

ইসলাম শিক্ষা

ইসলাম নিয়ে জানবো মোরা
ইসলামী জীবন ব্যবস্থা
ইসলাম হলো সব
আল্লাহ আমার রব
কইছি কথা ইসলামকে নিয়ে
ইসলাম শিখতে যাইতে হবে
জানি না মুই ইসলামের কিছুই
চল যাই ইসলাম শিখতে
দেবে জ্ঞান আল্লাহ যে
যদি ইসলাম হয় ঘরে ঘরে
সব পরিবার সুখী হবে তবে

Akul
04/07/2018

মাতৃভাষা

এইতো আমার বাংলাদেশ
সবুজ শ্যামল তাইতো বেশ
বাংলায় আমি কই, বাংলায় আমি যাই
তাইতো আমি বাংলাকেই এত বেশি চাই
বাংলা আমার রাষ্ট্রভাষা
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার ভাষা, বাংলা আমার পিপাসা
বাংলা ছাড়া বুঝি না,
তাইতো আমি বাংলাকে কোনদিন ছাড়তে চাই না
বাংলা যদি হয়, তইলে বুঝি সবকিছুই
আমার সাথে একমত সবাই নিশ্চয়ই

Akul
10/07/2018

লেখাটি তোমারিই জন্যে

লিখতে পারিনা আমি
জানিনা কিছু বানাতে
লিখতেছি তাই কিছু শিখতে
বানাতে হবে বলে
লেখাটা যখন তোমার ধারে যাবে
পড়বে তুমি আপন মনে
ভুল যদি হয়ে যায় তবে
লিখব চিঠি তোমার তরে
তাইতো আমায় লিখতে পারতে হবে
জ্ঞান দিয়ে বানাবো, মন দিয়ে লিখবো
তারপরেই তো চিঠি তোমাকে পাঠাবো
শুধু পাঠালে কি হবে শেষ?
যদি না হয় গল্প শেষ,
লেখাটি তোমারিই জন্যে
পড়িবে তুমি মনে মনে
মানুষে যদি শোনে
বলিবে কি তবে?
তাইতো বলি লিখিবো তোমারি সনে
আজকের লেখাটি তোমারিই জন্যে

Akul
08/07/2018

বাঙালির অভ্যাস

আমরা বাঙালি, আমরা মানব জাতি
আমরা চাইলেই পারি কিছুই বানাতে, কিছু শিখতে আর কিছু করতে
আমরা চাইলেই বাড়ি ইসলাম কে আবার আগের জায়গায় আনতে
ইসলামকে নিয়ে দেশটিকে আবার গড়তে,
পারি ইসলাম সম্মৃদ্ধ জনগণ তৈরি করতে
কায়েম করতে পারি কুরআনের সেই আইন
যা ছিল আগের যুগে এই দেশে
আমরা পারি জান্নাত কে আমাদের করে নিতে
বাড়ির জাহান্নামকে দূরে ঠেলে দিতে
চাইলেই পারি আমরা সবকিছু করতে
কিন্তু পারতেছি না কি জন্যে?
প্রশ্ন করি আমি নিজেকে

Akul
14/07/2018

একতাবদ্ধ হবো কেন

আকাশের শব্দ ভেঙ্গে পড়ে মাটিতে
প্রকাশ পায় তা জীবের কানেতে
আকাশ থেকে কে ডাকে ওই আমাকে
আকাশের পানি সব মাটিতে আনিতে
কিছুক্ষণ পরেই পানি সব নেমে আসে এই ধরাতে
প্রাকৃতির লীলাখেলা কতইনা কঠিন দেখিতে
তবুতো মানবজাতিকে টিকিয়া থাকিতে হয় এই জগতে
প্রাকৃতিক নিয়ম মেনেই জীবগুলো হিংস্র হয়ে গেছে এত যে
প্রাকৃতিক নিয়মে না মানিয়া থাকিতে পারিনা
কোন মানবজাতি এই নয়নে
তাইতো মানবজাতিকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এখানে

Akul
24/07/2018

পুনরায় বর্ষা

আকাশ হয়েছে ছিদ্র
বাতাসে তারই প্রতিপাদ্য
নদীকে করিতে সতেজ
আবার এলো বর্ষা বেশ
আবার হবে ঝড়
গমগমারমরমগমগমা স্বর
সেই ছিল যে বর্ষা
নদীর তীরে কাশফুলের ভরসা
এলো আবার ঘুরে বছরটা শেষে
দেশকে সতেজ করিতে
তৃণ বৃক্ষে ভরিয়ে দিতে
সে এলো আবার বর্ষার বেশে
আমাদের এই বাংলাদেশে।

Akul
24/07/2018

একি হাঁস

লাল দিনে খুঁজলাম আমি পেলাম না তারে
সবুজ মাঠের ঘাসে দেখি বসে আছে সে
বললাম তারে ডেকে আমি
বোঝেনা সে কিছু
ধানক্ষেতের পাশে তারে পাওয়া যায় একটু পিছু
মাঝেমধ্যে দেখা যাবে দীঘিরে ভিতরে
দিঘির ভিতর থেকে তুলে দিলে
ডালিম গাছের নিচে সে বসিয়া রবে
তার স্বভাবের হয়েছে কি
ডিম পাড়ে একটি বাচ্চা দেয় 15 টি
এ কেমন স্বভাব তার বলেন তো দেখি?

Akul
24/07/2018

বৃষ্টি উপভোগ

আয়রে বাদল ছুটে,
আমার বাসার ছাদে
খেলবো আমি, ভিজবো আজ
এই না বৃষ্টিতে,
রোদ টুপ টুপ করে, বৃষ্টি নেমে পড়ে
আমার বাসার ছাদে,
বৃষ্টি নেমে পড়ে
খেলবো আমি আজকে গা ভিজে ভিজে
এই না বৃষ্টিতে
টপটপ করে পরল পানি, আমার ছাদেতে
তাই না দেখে ছোটবাবু লাফালাফি করে

Akul
25/07/2018

জালের পাখিটি

জিন্দেগী হয়ে গেছে বন্দেগী আজ
তাই নিয়ে এখনও বড় বেশি লাজ
গরুর লেজের আঘাতে মরে,মশা নামের জীবটি
কেস নেই ফেস নেই বড় বেশি চালাকি
সহজ হয়েছে তাদের জন্য মরার এই ধাপটি
ধানের ক্ষেতে সেই পাখিটি
কি খাচ্ছে দেখি, একি!
জিব হয়ে জিব খেতে অভ্যস্ত সে
আমি তা বুঝেছি
দেখি, দেখি, দেখি মুরগি করিতেছে কি
পচা ভাত খেয়ে ডিম পেড়েছে একটি
তাও আমি বুঝেছি
ওমা, একি! রায়হানদের পুকুরে দেখি
বড় বড় মাছ হয়েছে বুঝি?
তেঁতুল গাছের উপরে, বকটি বসে রয়েছে যে
খাবে মাছ, একটি একটি করে সে ধরে
শামীমদের জালে মাছরাঙ্গা ধরা পড়েছে যে
একি! একি! একি দেখি আমি বনে
ঘাসের জায়গায় ফসল হয়েছে
বুঝিনি তো আগে,
টুনটুনিদের বাসায় গুলির আওয়াজ শোনা যায়
বের হয়ে দেখি, শিকারি বেড়ায় সেথায়
বলিলাম গিয়ে, বুঝেছে কি ভাই যে,
একটু পরে দেখি চলে গেছে সে,
রোকনদের বাঁশঝাড়ে, কে যেন উকি মারে,
দেখি সেথায় গিয়ে, বিড়ালছানা বটে,
লেখনদের খেতে ইঁদুর বাসা বেধেছে
তাই বলে কি হয়েছে
তারাতো বিষ সেথায় দিয়েছে!
জনিদের বাসার পিঞ্জিরার ভিতরে
দেখা যাবে তাকে
টিয়া তার নাম বটে
সবুজ রঙ্গে সে বসবাস করে
কেচা মরিচ খেতে পছন্দ করে
ইমরানদের উঠানে ধান শুকাতে দেয়া হয়েছে বলে
কুকুর সেথায় নড়াচড়া করে,
শাকিলদের ইয়া বড় গাছে
অনেকগুলো পাখি বাসা বেধেছে
আমাদের বাড়িতে, একি!
উজ্জ্বল এক নক্ষত্র উঠেছে দেখি।

Akul
25/07/2018

বৃষ্টি

আয়রে বৃষ্টি আয়,
মামার দেশে যায়
মামা দিল তারা,
জলদি করে পালা
আয় বৃষ্টি আয়,
গা ভিজিয়ে স্কুলেতে যাই
স্যার দিল ধাওয়া
জলদি করে পালা

Akul
25/07/2018

কবিতা

বর্ষার সময় লিখিয়াছি কবিতা
মনোযোগ দিয়ে পড়িলে আনন্দ পাইবা
কবিতা নয়কো সে যেন মজার ঘোড়া
আমার কাছে কবিতার লাগে একটু মায়া
সে সত্যিই অনেক সাজসজ্জা
কবিতা পড়িতে বসিব যখন
মন ভরে আনন্দ পাবো তখন

Akul
26/07/2018

লাইট

আমাদের দেশের দিনের বেলা টা
মহাকাশে ওরে সেই পাখিটা
সে এসেছে নিয়ে গরমটা
সবাই এখন চাই একটু ঠান্ডা
তখন বাজে দুপুর 12 টা
যখন হল ভোরবেলা টা
আকাশে দেখা গেল সেই পাখিটা
আবার এলো সবাইকে কাপালো
দুপুরবেলায় দেখি
উঠানে কাপড় অনেক বেশি
এবার হল সন্ধ্যা,
সবাই বড় আন্ধা
কেউ কিছু দেখেনা,
আবার ভোরের জন্য অপেক্ষা
ভোর হলো দোর খোলো
দেখো, দেখো, অনেক অনেক আলো
সবার চোখ হলো ভালো
পাখিটা আবার ফিরে এলো
আবার একই কাজ সে করিল
অনেকদিন পর একজন সে এলো
সবাই তারে বিজ্ঞানী বলিল
সে লাইট আবিষ্কার করল
আবার সন্ধ্যা আসতে চাইল
লাইটের আলো দেখে সে পালালো
পাখি ছাড়াও এবার সবার চোখ ভালো হলো
সবাই ঘরে ঘরে লাইট লাগানো
মহা আনন্দে এখন সবাই রইল
তারে আমরা ধন্যবাদ দিব, চলো, চলো

Akul
31/07/2018

ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/

No comments

Powered by Blogger.