Header Ads

Header ADS

তিন মশাই এক জায়গায় পর্ব ১





তিন মশাই এক জায়গায় হলে যা হয়। তাই হলো আমাদের সাথেও। তিনজনে এক জায়গায় থাকলে আর সেখানে কিছু কথা চললে শয়তান আরো বেশি পার পেয়ে যায়। আমরা তিন মশাই এক জায়গায় বসে কথা বলছি। অনেকক্ষন ধরে আমাদের কথা চলতে থাকে। আমরা একটি স্কুলের মাঠের ঘাসের মধ্যে বসে কথা বলছি। এমন সময় লিখন বলে উঠলঃ


কিরে শুধু গল্পই করব, নাকি আর কিছু করলে ভালো হয়?
এবার জনি বললঃ তুই ঠিকই বলেছিস রে, অনেকক্ষন ধরেই গল্প করা হচ্ছে, চল আমরা এক কাজ করি…

তার কথায় বাধা দিয়ে আমি বললামঃ কী কাজ
জনি বললঃ হাবিলদের বাগানে ভালোই আপেল বড়াই ধরেছে।

আমাদের আর বুঝতে বাকি রইলো না, সে কি বলতে চাইছে। সে বলতে চাইছে তার এখন বড়াই খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর সে কি বড়াই খেলে বাগানের মালিককে বলে খাবে? মোটেও নয়। সে বড়াই খেলে চুরি করে খাবে। আর সে চুরির কৌশল ভালো করেই জানে। এর আগে সে কতজনের কতকিছুই না সে চুরি করে খেয়েছে। আমি আবার ওকে বললামঃ

ধরেছে তো?
জনি বললঃ আরে, আমারতো বড়াই খেতে ইচ্ছা করছে।
লিখন বললঃ ওরা কি আমাদের বড়াই দেবে।
জনি বললঃ আরে বড়াই দেবার কি আছে, আমরাই তো নিয়ে খেতে পারি।
আমি বললামঃ আমরাই নিয়ে খেতে পারি মানে? বড়াই বাগান কি আমাদের?
জনি বললঃ না, বড়াই বাগান আমাদের না হলে কি হয়েছে।
লিখন বললঃ কি হয়েছে মানে?
জনি বললঃ কেউ না দেখে মতো নিয়ে খেলেই তো হয়ে গেল।
আমি বললামঃ সেটা তো সাংঘাতিক একটা অপরাধ, চুরি।

জনি বললঃ চুরি হলে চুরি। আমার বড়াই খেতে মনে চেয়েছে আমি বড়াই খাব। তোমরাও আমার সাথে আসবে বলে, সে আমাদের নিয়ে, ঠিক বড়াই বাগানের সামনে হাজির। এখন সন্ধ্যা হয়েছে। আশেপাশে তেমন কোনো লোক নেই। আর বড়াই বাগানটি ছিল আমরা যেখানে বসে গল্প করলাম তার একটু সামনেই। আমরা বড়াই বাগানের সামনে উপস্থিত হলাম।

জনি বললঃ তোরা আয় আমার সঙ্গে।
আমি বললামঃ তোরা যা আমি বাগানের বাহিরে আছি।

আমি আর তাদের সাথে আপেল বরই বাগানে প্রবেশ করলাম না। জনি আর লিখন আপেল বাগানে প্রবেশ করল। কিছুক্ষন পরেই দেখি তারা বাগান থেকে এক ব্যাগ বড়াই নিয়ে বের হলো।

আমি বললামঃ কিরে তোরা ব্যাগ কোথায় পেলি?

তারা আমার কথার উত্তর না দিয়ে বলল, এখন চল তোকে পরে বলছি, আমরা ঠিক আমাদের গ্রামের একটি নির্জন জায়গায় চলে আসলাম এবং আমরা সবাই বড়াই খেতে লাগলাম আর গল্প শুরু করলাম।
আমি বললামঃ তোমরা আমার কথার উত্তর দিচ্ছ না কেন?
জনি বললঃ কি কথা বল।
আমি বললামঃ তোরা এত সুন্দর ব্যাগ কোথায় পেলি বললে না তো?
লিখন বললঃ আরে, সে কথা আর বলিস না। কি হয়েছে জানিস?
আমিঃ না
লিখন বললঃ শোন তাহলে। আমরা কেবল মাত্র বাগানে প্রবেশ করেছি। কিছু দূরে যেতে দেখি, এই ব্যাগটা। বুঝেছিস।
আমি বললামঃ হ্যাঁ, তা কি হয়েছে।
লিখন বললঃ এ কি হয়েছে শোন। সেখানে শুধুই ব্যাগটি ছিল না।
আমি বললামঃ কি ছিল?
লিখন বললঃ তুই এতো প্রশ্ন না করে শোন আমি সব তোকে বলছি।
আমিঃ বল।
লিখন বললঃ শোন। সেখানে তো শুধু ব্যাগটা ছিল না। ব্যাগের ভেতরে ছিল অনেকগুলো বড়াই।
আমিঃ সে কি রে বলিস কি? তারপর তারপর
লিখন বললঃ তারপর আবার কি হবে। তুই তো জানিস জনি কি রকম সি আই ডি অফিসারের মতো রহস্য উদঘাটন করে…

জনি তার কথায় বাধা দিয়ে বললঃ আরে বাদ দে তোর সি আই ডি অফিসার আমি এখনো ভেবে পাচ্ছিনা সেই কে, যে আমাদের আগেই এই বাগানে চুরির জন্য ঢুকেছিল? তাকে আমাদের খুঁজে বের করতে হবে। সে কোন চোর তাকে আমাদের চিনে রাখতে হবে…

তার কথায় বাধা দিল। কারণ লিখন জানে জনি যখন তার প্রিয় বিষয় নিয়ে কথা বলছে তখন যে সে কখন কথা শেষ করবে তার ঠিক নাই। এমনি এখন আমাদের ঘরে যাওয়ার সময় হয়েছে।
জনি তখনও তার মত কথা বলতেছে। লিখন তার কথায় বাধা দিয়ে বললঃ দেখ দেখ শাহাজাহান ভাই বাসায় যাচ্ছে চল আমরাও বাসায় যাই।

জনি বললঃ দারা আগে বড়াইগুলো তো ভাগ করে ফেলি তারপর আমরা বড়াইগুলো ভাগ করে বাসায় চলে গেলাম।

পরদিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছি এমন সময় দেখি আমাদের বারান্দায় জনি। পড়ে দেখলাম তার সাথে লিখনো আছে।

আমি বললামঃ কিরে জনি, স্কুলে যাবি না?
জনি বললঃ না।
আমি বললামঃ কেন?
কিরে লিখন তুইও যাবি না মনে হয়?
জনি বললঃ আজকে আমরা কেঊই স্কুলে যাচ্ছি না। এমনকি তুমিও।
আমি বললামঃ কেন?
জনি - আরে কালকের বিষয়ের জন্য।

Important Paragraphs part 1

আমি জানতাম জনি এরকম কিছু একটা আবার ঘটাবে। সে আগের বেলায় কি করেছিল জানেন। সে আগের বেলায় একজনার ছাগল এনে দিয়েছিল। এক সময় আমাদের গ্রামের মুকুল নামের একটি লোকের একটি ছাগল হারিয়ে গিয়েছিল এবং সে প্রায় দশদিন স্কুলে যায়নি ছাগলটি বের করার জন্য। পরবর্তীতে সে কোথায় থেকে চুরি হওয়া ছাগলটি ফিরিয়ে দিয়েছিল এবং সে গ্রামের অনেকের প্রশংসা পায়। গ্রামের সমবয়সিরা তো ওকে একটা উপাধিই দিয়ে দেয়,”সি আই ডি অফিসার” তাকে তখন গ্রামের সকল শিশুই সি আই ডি অফিসার বলেই ডাকত। গ্রামের সবাই তাকে বলত বড় হলে তুই সি আই ডি তে জোগ দিস। এবার যখন সে আপেল বড় চোর ধরবে বলছে তখন সে চোরকে ধরবেই। তাই সে সকাল-সকাল আমাদের বাসায় হাজির হলো। কি আর করার সেদিন আর আমার স্কুলে যাওয়া হলো না।
সেদিন আমরা তিনজনে মিলে আপেল বাগান পর্যবেক্ষণ করলাম এবং সবকিছু নিশান নিয়ে আমরা দুপুরে খাওয়ার জন্য বাড়িতে চলে আসি। আমরা যে চোরের সন্ধানে আছি তা আমরা তিনজন ছাড়া আর কেউই জানতো না। আমরা গোসল করে দুপুরে খেয়ে আমাদের ফুল বাগানের সামনে বসে বৈঠক শুরু করলাম।
জনি বললঃ দেখতো, কতইনা মুশকিল হল।
আমি বললামঃ তোর কেন এতো মুশকিল এসব বিষয় বাদ দিলেই তো হয়। সামান্য সব বিষয় নিয়ে চিন্তা না করলেই হয়?
জনি বললঃ এই সব বিষয় কে তুই সামান্য বলছিস। এটা সামান্য বিষয় নয়। আমাদের গ্রামে আমরা ছাড়াও চোর আসবে তা কেমনে হয়। আমাদের গ্রামে শুধু আমরাই চোর থাকব, আর কেউ নয়। আর কেউ যদি চায় যে সে আমাদের গ্রামে চুরি করবে, তাহলে আমার থেকে তাকে অনুমতি নিতে হবে।

লিখন বললঃ ও হ হ, তোর দেখি চোরের লিডার হতে মনে চাচ্ছে।
জনি বললঃ না,হ মোটেও নয়।
আমিঃ তাহলে।
জনি বললঃ আমাদের গ্রামে আমাদের এই দায়িত্ব। তাই এই গ্রামে চোর আসছে না পারে, সে আমাদের খেয়াল রাখতে হবে। তাই এখন থেকেই ব্যাবস্থা গ্রহণ করতে হবে।

বন্ধুরা, পরের পর্ব না আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই কে।

ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/

No comments

Powered by Blogger.