Header Ads

Header ADS

যেভাবে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করবেন 💁‍♂️: Digital Marketing Masterclass - Episode 01

 ডিজিটাল মার্কেটিং যখন আমরা কেউ শিখতে চাই। প্রথমে যে জিনিসটা লাগে সেটা হল কন্টেন্ট আপনি যদি একটা কনটেন্ট তৈরি না করতে পারলেন সে টার মার্কেটিং কিভাবে করবেন? এখন দিন শেষে একেকজন একেকটা জিনিস বিক্রি করে। আপনি চাইলে এরকম একটা মোবাইল বিক্রি করতে পারবেন। আপনি চাইলে হয়তো বিক্রি করতে পারবেন। শার্ট বিক্রি করতে পারবেন। যা ইচ্ছা তাই বিক্রী করতে পারবেন কিন্তু ওই জিনিসটা প্রমোশনের জন্য বা ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার কিছু কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্ট হতে পারে একটা লেখা,কনটেন্ট হতে পারে ছবি কনটেন্ট হতে পারে ভিডিও। লেখা আপনারা সবাই টাইপ করতে পারেন এখানে শেখানোর তেমন কিছু নেই। এর পরবর্তীতে যে দুটি বিষয় রয়েছে সেখানে কিছু শেখার বিষয় রয়েছে। 

কিভাবে একটি ছবি বা পোস্টার তৈরি করা যায়? 

একটা লিফলেট তৈরি করা যায়? 

একটা ডিজাইন তৈরি করা যায়? 

অথবা কিভাবে একটি ভিডিও তৈরি করা যায়? 

এখন আপনার যদি কিছুই না থাকে ল্যাপটপ,  পিসি,  হাই ডেফিনেশন ক্যামেরা কোন কিছুই দরকার নাই। আপনার হাতে যদি শুধুমাত্র একটি মোবাইল ফোন থাকে এই মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে খুব সহজে কম সময়ে ডিজাইনার না হয়েও আপনি ডিজাইনগুলো করতে পারেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো।

এর জন্য আমি ব্যবহার করি একটা সফটওয়্যার বা একটি অ্যাপ যেটার নাম হল ক্যানভা।

ক্যানভা দিয়ে কিভাবে একটি ডিজাইন করা যায়? সেটা এখন আমি হাতে কলমে নিজে করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক কিভাবে ক্যানভা দিয়ে একটি ডিজাইন করা যায়। 

শুরুতেই অবশ্যই আপনাদেরকে ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তারপর আমি আমার ক্যানভা অ্যাপে চলে যাচ্ছি। ক্যানভা অ্যাপে আমি ক্লিক করলাম। ক্যানভা অ্যাপটি ওপেন হয়ে গেল।

এখন আপনি দেখতে পাবেন এখানে অনেক কিছু রয়েছে।  এক্সপ্লোর ক্যানভা, অল ক্যাটাগরিজ, ইনস্টাগ্রাম পোস্ট,  লোহার থার্ড, মানে বিভিন্ন ধরনের ডিজাইনের টেমপ্লেট এখানে দেয়া রয়েছে। আপনি যা ইচ্ছা সেটা ডিজাইন করতে পারবেন। তো চলুন আমরা একটা পোস্টার ডিজাইন করি। আমি এখানে পোস্টার এর উপর ক্লিক করলাম।

পোষ্টারের উপর ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দিয়েছে যে আমি কোন ধরনের পোস্টার চাচ্ছি। আমি কি করোনাভাইরাস এর পোস্টার চাচ্ছি। ব্যাক টু বিজনেস' পোস্টার চাচ্ছি।  ই-কমার্স পোস্টার চাচ্ছি। ইভেন্ট,  ক্যাম্পেইন,  মোটিভেশনাল, মিউজিক,  ক্লাইমেট, কি ধরনের পোস্টার চাচ্ছি এখানে অনেক ধরনের অপশন আছে।

আচ্ছা এখন আমার এখান থেকে এক ধরনের পোস্টার বাছাই করতে হবে।  স্কুল পোস্টার রয়েছে এখানে। আমি ইস্কুল পোস্টার সিলেক্ট করি।

এরপর আপনি দেখতে পাড়বেন এখানে অনেকগুলো পোস্টার দিয়ে রয়েছে। এখান থেকে আপনার যে টেমপ্লেটটি পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। We prepare GREAT LEADERS এই টেমপ্লেট টা আমার কাছে খুব ভালো লেগেছে।

আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। 

এই টেমপ্লেট টা সিলেক্ট করার পর আপনি বলবেন হ্যাঁ ভাইয়া অনেক ভাল হয়েছে আপনি টেম্পেল টা সিলেক্ট করেছেন।  কিন্তু এখানে তো আমারে  ইনফর্মেশন নাই এখানে তো আর একটা মানুষের ইনফরমেশন দেয়া আছে। আরেকটা প্রতিষ্ঠান ইনফরমেশন দেয়া আছে। কাজ খুব সহজ। 

এখানে এডিট বাটনে প্রেস করেন। এডিট বাটনে ক্লিক করার পর আপনি এই পুরো লে-আউট থেকেই আপনার মত করে কাস্টমাইজ করতে পারবেন। তারপর কি করতে হবে এখানে এই মহিলার ছবি চেঞ্জ করে আমার একটি ছবি দিতে হবে।

এই ছবিটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিবে আপনি এখান থেকে কোন ছবি  চেঞ্জ করে দিতে চান। এখানে আমার অনেকগুলো ছবি চলে এসেছে আমি এখান থেকে আমার একটি ছবি বাছাই করব। আমি আমার এই ছবিটি এখানে দিয়ে দিলাম। এখন দেখেন তার জায়গায় আমার ছবিটি চলে এসেছে। এরপর আমরা এখানকার নামটি চেঞ্জ করে দিব।

এখানে তার নামটি জায়গায় আমার নামটি বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে যতগুলো লেখা আছে সবগুলোই আপনি আপনার ইচ্ছামত চেঞ্জ করে নিতে পারবেন।  শুধুমাত্র সেই লেখা গুলোর উপর ক্লিক করলেই হয়ে যাবে। এখানে আমার ছবি দেয়া হয়ে গেল এবং আমার পরিচয় দেয়া হয়ে গেল।  আপনারা চাইলে আপনাদের লেখাকে ছোট-বড় করতে পারেন বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন।  আপনাদের লেখার ফন্ট চেঞ্জ করতে পারেন।  এভরিথিং সবকিছু  এখানে করতে পারবেন। আপনার যদি এখান থেকে কোন টেক্সট দরকার না হয় সেই  লেখাটিকে আপনি ডিলিট করে দিতে পারেন। 

এখন দেখেন খুব সহজে কিন্তু আমার একটি ডিজাইন তৈরি হয়ে গেল।আপনারা চাইলে যে কোন ছবিতে এরকম করতে পারেন।  জাস্ট এখান থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করবেন এরপর ছবিগুলো  চেঞ্জ করবেন লেখাগুলো চেঞ্জ করে দেবেন।  হয়ে যাবে আপনার  পোস্টার।

আমাদের আরও কিছু পোস্টঃ

How to Make Money From Fiverr Bangla Turorial 2021 part 1

এরপর আপনি আপনার ছবিটিকে শেয়ার করতে পারবেন অথবা আপনাদের মোবাইলে সেভ করে নিতে পারবেন। 

এর মাধ্যমে খুব সহজে এক্কেবারেই খুব সিম্পল ভাবে জাস্ট কিছু  স্টেপ ভলো করার মাধ্যমে আপনি বিনা মূল্যে অন্য কোন জায়গায় টাকা খরচ না করে আপনি আপনার ডিজাইনটি তৈরি করতে পারবেন। এর জন্য আপনার কি দরকার? 

ক্যানভা অ্যাপটিকে ডাউনলোড করুন। আপনার মোবাইলে ইন্সটল করে নিন। নেয়ার পর আপনার ইচ্ছামত পোস্টার। লোগো ইউটিউব এর কভার ইউটিউবে থাম্বেল ফেসবুকের কভার ব্যবসায়ী কার্ড যা ইচ্ছা যেটা আপনার দরকার সেটাই ডিজাইন করতে পারবেন। অতএব যারা চিন্তায় ছিলেন আরে ডিজিটাল মার্কেটিং করবো ভালো কথা কিন্তু কিভাবে করব পোস্টার কিভাবে বানায়?  ডিজাইন  কিভাবে  বানায়? ডিজিটাল মার্কেটিং শেখার জন্য তো আমার গ্রাফিক্স ডিজাইনিং শেখা লাগবে! হ্যাঁ আপনি যখন একেবারে প্রফেশনাল লেভেলে চলে যাবেন। যখন পরটা জিনিস আপনার ইচ্ছামত নিজের ইচ্ছামত কাস্টমাইজ করতে হবে তখন সেটার দরকার আছে। কিন্তু তার আগে যখন আপনি শুরু করছেন বা টুকটাক কাজ করছেন সেক্ষেত্রে  ক্যানভা অ্যাপটি দিয়ে খুব সহজেই আপনি আপনার সবগুলো কাজ ইজিলি করে ফেলতে পারবেন।

আজকে এ পর্যন্তই দেখা হবে পরের মাস্টার ক্লাসে। আর আমাদের সাথে যোগাযোগ করতে নিচের লিংকে ক্লিক করুন।

ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/

No comments

Powered by Blogger.