How to Make Money From Fiverr Bangla Turorial 2021 part 1
পড়ালেখা বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে ইনকাম করার ইচ্ছা আমাদের অনেকেরই থাকে বা অনেকেই হয়ত ফ্রিল্যান্সিং করছে। কিন্তু প্রবলেম হল যে যারা ফ্রিল্যান্সিং করছে হয়ত তারা গিগ পারছে না বা যারা শুরু করেনি তারা তো খুঁজেই পাচ্ছিনা যে তারা কি নিয়ে ফ্রিল্যান্সিং করবেন। আমার কাছে সবথেকে বেশি কমেন্ট আছে যে আকুল ভাই ফ্রীল্যান্সিং নিয়ে কোন টিউটোরিয়াল বানান।
কিছু মানুষ সময় করে রেগুলারলি আমাকে মেসেজ করে যে ফ্রিল্যান্সিং নিয়ে আমাকে টিউটোরিয়াল বানাতেই হবে। আমি বলি যে আমি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করিনা তবুও শুনবে না যে বানাতেই হবে আপনাকে আপনি বানালে হয়তো নিশ্চয়ই কিছু ডিফারেন্ট শেখাবেন আর আমরা কিছু শিখতে পারব এই ধারণা তাদের। যাদের আমার উপর এতটা ভরসা আছে তাদেরকে তো বারবার আমি নিরাশ করতে পারেনা তাই না। আমি সেই সব মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার উপর এতটা ভরসা করে কিন্তু টিউটোরিয়াল শুরু হওয়ার আগে আমি একটা জিনিস স্বীকার করে নিতে চাই আমি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করিনা। একটা সময় ছিল যখন আমি শুরু করেছিলাম বাট আমি কন্টিনিউ করিনি। আমি মাইনলি সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং আর ইউটিইউব নিয়েই ব্যস্ত থাকি এর বাইরে আমার সময় নেই ফ্রিল্যান্সিং করার।
এটা বলা ইম্পর্টেন্ট এই কারণে আমি জানি আমাকে কিছু মানুষ কমেন্ট করবে যদি আপনি না করেন তাহলে আপনি শেখাতে কেন আসছেন? তার উত্তরে আমি এটা বলতে চাই যে আমাদের এই দুনিয়াটা মানে অনলাইন আর্নিং-এর দুনিয়াটা একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড মানে এই সিপিএ মার্কেটিং,অ্যাফিলিয়েট মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এগুলো একে অপরের সঙ্গে জড়িত। এই দুনিয়াতে বেশ কয়েক বছর কাটানোর সুবাদে এবং আমার বেশকিছু ভালো বন্ধু বা mentors' ফ্রিল্যান্সার বন্ধু থাকার কারণে আমি হয়তো নিজেকে কিছুটা যোগ্য মনে করছি যে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু শেখাতে পারি।
যাইহোক আজকে যে মেথড টা আমি বা এসডিজি যেটা আমি শেখাব সেটা আমার নিজস্ব মেথড নয় সেটা আমার মেইনটেন্যান্স অ্যান্ডারসনের মেথড। এই মেথড স্পেশালি সেইসব মানুষদের জন্য যাদের নিজস্ব কোনো স্পেশল স্কিলস এড নেই বা নিজস্ব কোন বিষয়ে কোন স্পেশাল দক্ষতার নেই ফ্রিল্যান্সিং করার জন্য তবুও তারা ফ্রিল্যান্সিং করতে চায়। যদি কারো এই মেথড টা খুব সহজ মনে হয় বা খুব ইজি মনে হয় তাহলে প্লিজ দেখবে না কোনো এক্সপিরিয়েন্স মার্কেটারদের জন্য এটা নয়। এটা স্পেশালি ফর বিগিনার।এই মেথডে কাজ করার জন্য আপনার কোন স্কিলের দরকার নেই বাবা কোন কিছু দরকার নেই সামান্য একটু বুদ্ধি খাটালেই হবে আর কিছু দরকার নেই।
পোষ্টটিতে আমি দেখিয়ে দেবো যে
১/কিভাবে আপনাকে একাউন্ট সেটআপ করতে হবে?
২/ কিভাবে আপনাকে গিগ তৈরি করতে হবে?
২/ কিভাবে আপনি কি গিগ পাবেন?
৪/ কাজটা কিভাবে করবেন?
সবথেকে মুদ্রার কথা যে এই কম্পিটিশনের দুনিয়াতে মানে ফ্রিল্যান্সিংয়ের এত কম্পিটিশনের মাঝে বাকিদের কাছ থেকে আপনি কিভাবে কাছে নিয়ে আসবেন?
যে কাজটা পাবেন এটাই হলো মেইন কথা।
ফ্রিল্যান্সিং এর অনেক সাবজেক্ট আছে
যেমন ধরুন ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনি্ কনটেন্ট রাইটিং এরকম প্রচুর সাবজেক্ট আছে। যদি আজকে পোষ্টটি ভালো লাগে আজকেরটা আগে দেখুন যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন এরপরের প্রত্যেকটা মেথড এর উপর আলাদা আলাদা করে পোষ্ট বানিয়ে নেব ঠিক আছে।
প্রথমেই আমরা দেখে নেবো যে ফাইভারে এসে আমরা কি কাজ করব। একে তো আমরা বাঙালি তার উপর আমরা অলস। অলস বাঙ্গালীদের জন্য যে কাজটা সবথেকে বেশি সুইটেবল হবে আমরা সেটাই করে নেব তার আগে আমাদেরকে এখানে জয়েন করতে হবে। জয়েন করার জন্য আপনি ইমেইলের মাধ্যমে ইন্টার করতে পারেন বা ফেসবুকের মাধ্যমে ঢুকতে পারেন বা গুগলের মাধ্যমে জয়েন হতে পারেন। সব সময় চেষ্টা করবেন ম্যানুয়ালি ইমেইলের মধ্যমে ইন্টার হতে। আপনি ধরুন যেকোনো একটা ইমেইল আইডি দিয়ে দিলাম এরপর কন্টিনিউ করলে এখানে আপনাকে ইউজার নাম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপর জয়েন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।
তারপর আপনার ইমেইল আইডিতে গিয়ে আপনার ইমেইল আইডি টা কনফার্ম করতে হবে। তাহলেই হবে।
এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট আছে আমি সাইন ইন করে নেব। এবার ফাইভাবে এসে আমরা এখানে সার্চে যাব।
সার্চে গিয়ে সার্চ করব বেঙ্গলি। জাস্ট বেঙ্গলি লিখে সার্চ করব দেখি আমরা কি আসছে ঠিক আসে।
সুব বেঙ্গলি লিখে সার্চ করার পর দেখুন চলে আসছে যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন।
Youtube New Update – Youtube Watchtime Policy Change
আমরা যদি একে বেস্ট সেলিং লিকে ফিল্টারিং করে নেই তো তাহলে দেখুন বাংলা টু ইংরেজি বা ইংরেজি টু বাংলা ট্রান্সলেশন আসছে। এরা কি রকম ইনকাম করতে পারে একটা আইডি আমি আপনাদেরকে দিয়ে দেই। এখানে দেখুন 181 রেটিং আছে। এনার 297 টা রেটিং আছে জাস্ট একটা ওপেন করে দেখে নিন।
ইনি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করবেন ৪০০ টা ওয়ার্ডের জন্য 5 ডলার নেবেন ঠিক আছে।১৬০০ ওয়ার্ডের জন্য ২০ ডলার এবং ৩৫০০ ওয়ার্ডের জন্য ৪০ ডলার। মানে বুঝতে পারছেন যে এটা কি রকম ইনকাম মানে কতটা ইনকাম হতে পারে মাত্র 400 ওয়ার্ড এর জন্য 5 ডলার। 297 টা রেটিং আছে তার মানে ২৯৭ টা অর্ডার নিশ্চয় এসেছে বা তারও বেশি হয়ত অর্ডার আসবে। শুধুমাত্র এই দিকটায় তার 297 টা অর্ডার কমপ্লিট হয়েছে। তার হয়তো আরো গিগা আছে যেগুলো থেকে সে আরো ইনকাম করতেছে। যাইহোক যেটা বলতে চাইছি আমি এই কাজটাতে 297 টা অর্ডার পেয়েছে 297 অর্ডার এর মধ্যে সব তো আর 400 ওয়ার্ড এর নয় ৪০০ ওয়ার্ড এর জন্য আমরা খুব বেশি ট্রান্সলেট করতে চায়না। বড় বড় যখন আমাদের কনটেন্ট থাকে তখনই আমরা ট্রান্সলেট করতে চাই। ধরুন ১৬০০ ওয়ার্ড বা ৩৫০০ ওয়ার্ড।
২৯৭*২০ = ৫৯৪০ ডলার। মোটামুটি ছয় হাজার ডলার সে শুধুমাত্র ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করার মাধ্যমে ইনকাম করেছে। আমরা যদি ৫৯৪০ ডলার টাকাতে কনভার্ট করি তাহলে আসবে।
৫৯৪০*৮৫ = ৫০৪,৯০০ টাকা শুধু মাত্র এই একটা গিগ থেকে সে ইনকাম করেছে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে এখান থেকে কতটা টাকা ইনকাম করা যেতে পারে।
আপনাদের সারা পেলে আমরা পরবর্তী পাঠ খুব দ্রুত নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।
ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/
No comments