বড় বাসার জন্য সেরা Wi-Fi Router | D-Link AC750 DIR819 | Best budget dual band Wifi router
যাদের বাজেট আসলে অনেক কম, তাদের জন্য আজকে আমরা অনেক খুঁজে এবং সবাই এই দামে নিতে পারে মত একটি রাউটারের রিভিউ নিয়ে চলে আসলাম।
এই হল ডি-লিংকের DIR-819 AC750 Wireless Dual Band Router এবং এর মধ্যে কিন্তু High gain antena পাচ্ছেন। ম্যাক্সিমাম কভারেজের জন্য কিন্তু আপনি এখানে HIGH GAIN ANTENA পাচ্ছেন। 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। তো বুঝতেই পারছেন ভালো একটি সাপোর্ট পাবেন।
এছাড়াও এটার মধ্যে যেহেতু ডুয়েল ব্যান্ড ব্যবহার করা হয়েছে। এরমধ্যে ডুয়েল ব্যান্ডের মধ্যে হাই পারফরম্যান্সের জন্য 2.4 GHz এর 300 Mbps পর্যন্ত এবং আপনার 5GHz এর জন্য 433Mbps পর্যন্ত ওয়ারলেস স্পিড পাবেন। তাই বুঝতে পারছেন যে মোটামুটি ভালই আপনারা এক্সপেক্ট পারছেন। এই দাম অনুযায়ী।
এছাড়াও এরমধ্যে তিনটা High Gain Antena ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দুইটি হচ্ছে 2.4 GHz এর জন্য আরেকটি হচ্ছে 5GHz এর জন্য। তাই বুঝতেই পারছেন যে পারফরম্যান্স হচ্ছে সুপার-ডুপার অনেক গুড। এক্ষেত্রে আপনি আপনার যেকোনো ডিভাইসের সঙ্গে এটিকে ব্যবহার করতে পারবেন।
আর এটা হচ্ছে ইজি টু সেট অফ তেমন কোন প্রসেস নেই। এছাড়াও এখানে আরো অনেকগুলো ইনফর্মেশন রয়েছে যেমন হচ্ছে এর মধ্যে আপনার পুরাতন যে কোন ডিভাইস যেগুলো AC ব্র্যান্ডের পুরাতন সেগুলো কে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আগের সবগুলো ডিভাইসকে এই Router সাপোর্ট করবে।
এছাড়াও এরমধ্যে এসডি Ram রয়েছে 64mb পর্যন্ত। তারমানে আপনি এই রাউটারটির সঙ্গে ভালো পরিমাণে ডিভাইস কানেক্ট করতে পারবেন। তারমানে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যাবে এই রাউটারটি তে। এছাড়াও এটিতে ফ্লাশ মেমোরি রয়েছে 8mb।
আপনারা বক্স খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। এই ম্যানুয়ালটি আপনাকে পড়ে নেবেন তাহলে আপনাদের ডিভাইসটিকে আপনারা সুন্দরভাবে সেটআপ করে নিতে পারবেন। এরপর একটি কাগজে রয়েছে যে টি-টোয়েন্টি সম্পর্কে বিস্তারিত জিনিসগুলো লেখা রয়েছে। কি কি কাজ করলে আপনিও রেন্ডি হারাবেন যে জিনিসগুলো এই জিনিসটি লেখা রয়েছে। এছাড়াও রয়েছে আরো কিছু কনফিগারেশন কার্ড। এর পরেই আপনারা দেখতে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই রাউটারটি।
এই বক্সটির মধ্যে মেইনলি আপনারা রাউটারটি পাবেন।
এরপর রয়েছে এডাপ্টার আরেকটি রয়েছে কেবল। এই কেবল টিকে আপনি ইথারনেট ক্যাবল হিসেবে ইউজ করতে পারবেন। আর কেবল কোয়ালিটি অনেক ভাল এটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
এছাড়া এর মধ্যে একটি এডাপ্টার রয়েছে যেটা হচ্ছে, 12V 0.5A তার মানে বুঝতে পারছেন যে 6 WATT এর একটি এডাপ্টার। এরপর যে ক্যাবলটি রয়েছে এর কোয়ালিটি অনেক ভাল এই দামের মধ্যে।
এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডি-লিংকের DIR-819 AC750 রাউটার। বুঝতেই পারছেন যে, লোকটা অনেক ভাল এই প্রাইস পয়েন্টের মধ্যে। একটু প্রিমিয়াম টাইপের লাগতেছে।
এখানের মধ্যে এলইডি ইন্ডিকেটর পাবেন। পাওয়ার। তারপর হচ্ছে 2.4 GHz এর ইন্ডিকেটর। এরপর 5GHz এর ইন্ডিকেটর। এরপর রয়েছে ইন্টারনেট কানেকশনের ইন্ডিকেটর। এরপর রয়েছে ডাব্লিউপিএস এর ইন্ডিকেটর। এছাড়াও পিছনে ভালো ভেন্টিলেটর রয়েছে। মানে আপনার যে রাউটারের মধ্যে প্রসেসরটি চলবে সেটা যেন ভালো এয়ারফ্লও পায় সেটি অনেক ভালোভাবে নিশ্চিত করা হয়েছে।
এই রাউটারটির এয়ারফ্লও নিয়ে তেমন কোন প্রবলেম হবেনা। আমার মনে হয় একটি ভালো পারফর্মেন্স পাবেন। রাউটারটির সাইট দিয়েও কাটাউট রয়েছে। ভালো ভাবে যাতে হিট টা রিডিউস হতে পারে। সে ধরনের অপশন কিন্তু পাচ্ছেন। তারমানে হিটিং এর কারণে পারফরম্যান্স ড্রপ অনেক কম হবে।
এরপর এন্টেনার সাইটে আপনি পাচ্ছেন রি স্টার্ট বাটন। এরপর পাওয়ার অন অফ বাটন। এরপর আপনি পাচ্ছেন পাওয়ার এডাপ্টার টি যেখানে কানেক্ট করবেন সেই অপশনটি। এরপর পাচ্ছেন ডাব্লিউপিএস অপশন যেটির মাধ্যমে আপনি উইথ আউট পার্সওয়ার্ড রাউটার কানেক্ট হতে পারবেন। এরপর রয়েছে ওয়াপট। যেটাতে আইএসপি থেকে যে লাইনটি আসে সেলাইনটি কানেক্ট হবে। এরপর রয়েছে চারটি এক্সট্রা ইথারনেট পোর্ট। এই পোস্ট গুলোর মাধ্যমে আপনি সর্বোচ্চ 100Mbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবেন।
আর এই ছিল এ রাউটারটির টোটাল জিনিসগুলো। এবার আপনি বুঝতে পেরেছেন যে রাউটার টির মধ্যে কি কি রয়েছে। এবার আসি যে এই রাউটারটির মেইন ফিসারে।
এই প্রাইস পয়েন্টের মধ্যে এই রাউটার এর মত অন্য কোন রাউটার রেঞ্জ এতটা ভালো দেয় না। যখন আমরা পোস্টটি করছি তখন পর্যন্ত। এটার মাধ্যমে আপনি ১৭০০-২০০০ স্কয়ার ফিট এর মত জায়গার রেঞ্জ পাবেন। যেটা হচ্ছে 2.4GHz এ আর 5GHz এ পাবেন ৭০০-৮০০ ফিটের বাসা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি খুব সহজেই ভালো একটি ওয়াইফাই পারফরম্যান্স নিতে পারবেন। আর এই এন্টিনা গুলোর কারণে আপনি একটি ভাল পারফরম্যান্স পাবেন।
বাসার মধ্যে 8 থেকে 9 টি ডিভাইস কানেক্ট করার পরেও আমি কোন সমস্যা পায়নি। আর এই রাউটারটির মধ্যে রয়েছে দুটি প্রসেসর।
এখন আসা যাক এ রাউটারটির দাম কত? আপনি আপনার লোকাল মার্কেটে এই রাউটারটির দাম ১৭০০-২২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সে ক্ষেত্রে নিচের লিংকে ক্লিক করতে পারেন।
ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/
No comments