Header Ads

Header ADS

যে কয়েকটি ধাপে শুরু করবেন Facebook Marketing 💁‍♂️: Digital Marketing Masterclass - Episode 03

ডিজিটাল মার্কেটিং এর একটি বড় অংশ জুড়ে রয়েছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এ আমরা সবাই অনেক বেশী অভ্যস্ত তার কারণ হলো দিন শেষে আমাদের জীবনের অনেক বড় একটি অংশকে  কাটাই ফেসবুকে। কেউবা এস কল করতে করতে কেউবা ভিডিও আপলোড করে কেউবা গ্রুপে সময় দিয়ে আবার কেউ বা গ্রুপ স্টাডির কাজে। আমাদের জীবনের যে বড় একটা অংশ ফেসবুকে রয়েছে এটার কারণে আমাদের ফেসবুকে মার্কেটিং করে অনেক লাভও রয়েছে।  তার কারণ হলো আপনির দিন শেষে যে প্রোডাক্টটি বিক্রি করেন না কেন সেই প্রোডাক্টের যারা কাস্টমার রয়েছে   তারা ফেসবুকে আছে।

তাই তাদেরকে টার্গেট করার জন্য বা তাদের জন্য মার্কেটিং করার জন্য ফেসবুক একটি অনেক বড় প্ল্যাটফর্ম। 

ফেসবুকে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন?

অবশ্যই এখানে কিছু অর্গানিক ম্যাথড আছে। তার মানে হল এখানে আপনি টাকা খরচ না করে বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারেন। আবার কিছু পেইড মেথড আছে। তারমানে আপনি যখন একটি পোস্ট দেয় তার নিচে একটি বুষ্ট পোষ্ট নামে একটি অপশন রয়েছে সেটা ক্লিক করা। সেখানে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনি কাদের কাছে আপনার পোস্টটিকে দেখাতে চাচ্ছেন। আপনি সেখানে বয়স সেট করে দিতে পারেন। ছেলে মেয়ে উভয়ের কাছে অথবা শুধু মেয়েদের কাছে অথবা শুধু ছেলেদের কাছে সে ধরনের জিনিসগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন।  আবার কোন জেলায় দিতে চাচ্ছেন শুধুমাত্র ঢাকায় হলে ঢাকা সিলেক্ট করে দেবেন। এই ধরনের প্যারামিটারগুলো সেট করে আপনি বলবেন যে প্রতিদিন 20 ডলার করে পোস্ট করো। ফেসবুক আপনাকে বলে দেবে যে আপনি যদি ডেইলি 20 ডলার করে বুস্ট করেন তাহলে আমরা আপনার টার্গেট অডিয়েন্স এর মধ্যে এতজনকে আপনার পোস্ট গুলো দেখাতে পারব। এভাবে করে আপনি চাইলেই পেইড মার্কেটিং করতে পারবেন।

কিন্তু আমি জানি পেইড মার্কেটিং শুধু মাত্র কয়েকজন মানুষ এই করে থাকেন। ৫% মানুষ পেইড মার্কেটিং করে থাকে।  আর বাকি ৯৫%  মানুষ চেষ্টা করে যে টাকা খরচ না করেই কিভাবে ফেসবুক থেকে ব্যবহার করা যায়। আজকের পোস্টটি মূলত তাদের জন্য।

ফেসবুকে দুইটি জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন।  একটি  হচ্ছে FaceBook Page আর Facebook Group। ফেসবুক পেইজ আর গ্রুপের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। 

কোনটা দিয়ে শুরু করা উচিত পেইজ নাকি গ্রুপ?

দুটো একসঙ্গে শুরু করা উচিত। কারণ বলি পেইজ হলো এক পক্ষের কথা বলা। যেকোনো একটি প্রতিষ্ঠানের পেইজ সবসময় কথা বলে। ভিডিও দেয়। ছবি দেয়। পোস্ট দেয় লেখা দেয় আপনারা দেখেন বুঝেন শুনেন তারপর কমেন্ট করেন। 

আর গ্রুপ হচ্ছে একটা কমিউনিটি। সেখানে আপনি যেমন পোস্ট দেন গ্রুপের মেম্বাররা ও পোস্ট দেয়। তারমানে এখানে একটি সুন্দর কমিউনিটি সৃষ্টি হয়। তাই আমার সাজেশন হলো আপনি দুটি একসঙ্গেই করবেন। 

এখন মনে করুন আপনি ঘড়ির ব্যবসা করেন। আপনার পেইজের নাম হল BD Watch। তো BD Watch দিয়ে আপনি একটি  পেজ খুলবেন অথবা বাংলাদেশি ঘড়ি। এই পেইজে যখনই পোস্ট করছেন মানুষ দেখছে। এখন চিন্তা করেন আপনি বাংলাদেশি ঘড়ি নামে একটি ফেসবুকে গ্রুপ ও খুললেন। তাহলে যারা ঘড়ি পছন্দ করে তারা কিন্তু আস্তে আস্তে আপনার সেই গ্রুপে যোগ দেবে। অথবা আপনি যদি মানুষকে বলেন যে ভাইয়া আমি একটি গ্রুপ খুলেছি বাংলাদেশি ঘড়ি নাম আপনি সেখানে যোগ দিতে পারেন। তখন আপনার গ্রুপে কিন্তু মেম্বাররা বাড়বে।

কি লাভ? আপনাকে তখন কিন্তু শুধুমাত্র আপনার ঘড়ি ছবি দিতে হবে তা না। আপনি মানুষদেরকে বলতে পারেন আপনার ফেভারিট ঘড়ির একটি ছবি তুলে গ্রুপে পোস্ট করুন। ওই গ্রুপের সকল মেম্বার তাদের ঘড়ির ছবি তুলে আপনার গ্রুপে পোস্ট দেয়া শুরু করলে। তাহলে কিন্তু একটি সুন্দর কমিউনিটি তৈরি হয়ে গেল। 

আর এই কমিউনিটির কারণে আপনার যে গ্রুপটি রয়েছে সে গ্রুপটি আস্তে আস্তে বড় হতে থাকলো। আর গ্রুপটা কিন্তু আপনার।  কিছুদিন পর যখন আপনার গ্রুপটি অনেক বড় হয়ে যাবে তখন গ্রুপের কভারে তো আপনার নাম আপনার প্রতিষ্ঠানের ছবি দেয়া আছে। আপনার ঘড়ি কিভাবে অর্ডার করতে হয় সে জিনিসটার দেয়া আছে।  তার মানে যারা ঘড়ি পছন্দ করে তারা আপনার গ্রুপে থাকার কারণে আপনার প্রতিষ্ঠানে কিভাবে তারা ঘড়ি কিনতে পারবে সে জিনিসটা ও জানতে পারল। আর এটাই হল আপনার গ্রুপের সুবিধা।  তাই  আমি বলব আপনারা পেইজ এবং গ্রুপ একই সঙ্গে খুলবেন।

 এরপর আসি কোন ধরনের কনটেন্ট দিব?

 ফেসবুকে কনটেন্ট  তিন ধরনের হয়। আপনি একটা লেখা দিয়ে পোস্ট করতে পারেন আপনি একটি ছবি দিতে পারেন এবং আপনি একটি ভিডিও দিতে পারেন। মূলত তিন ধরনের। লেখালেখি নিয়ে তো আপনাকে অবশ্যই অনেক বেশি ঘাটাঘাটি করতে হবে। আর এই ঘাটাঘাটি করার জন্য আপনার লেখা যেই স্কিল এই  স্কিলটাকে অনেক বেশী শক্ত করতে হবে। আর এই কপিরাইটিং  স্ক্রিলটি  আপনার থেকে অর্জন করতে হবে।

এখন আপনাকে একটা উদাহরণ দেই আপনি কিভাবে একটি লেখাকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন। 

 লেখাটির ফর্মুলাটা হলো এরকম। আপনি একটা পোস্ট লিখবেন ক্যাপশন টা কেমন হবে। 

যে ফর্মুলা টা বলতে চাচ্ছিলেন সেটি হচ্ছে প্রথমে প্রবলেম। সাকসেস স্টরি এরপর সলিউশন। এখন বলতে পারেন প্রবলেম সাকসেস স্টরি সলিয়েশন এটা আবার কি ফর্মুলা। আমি আপনাকে বলছি

ধরে নিন আপনি একটা মোবাইল বিক্রি করেন। তো এখন আপনি বলবেন যে,  কখনো কি চিন্তা করে দেখেছেন, প্রতিদিন আপনাকে কতবার মোবাইলে চার্জ দিতে হয়? আপনার জন্য কত কষ্ট? এটা কিন্তু একটা সমস্যা। মানুষ ধরে ফেলল। সাকসেস স্টরি।  আমার এক বন্ধু আছে তাকে দেখলাম সারাদিন মোবাইল ব্যবহার করে কিন্তু একবারও তাকে মোবাইল চার্জ দিতে হয় না। এখন হচ্ছে সলিয়েশন।  আর এই মোবাইলটি হচ্ছে সেই মোবাইল। আপনি চাইলে এই মোবাইলটা কিনতে পারেন তাহলে আপনাকে আর সারাদিন মোবাইল চার্জ দিতে হবে না। 

তাহলে চিন্তা করেন এই যে ক্যাপশনটা লিখলাম এটা কি ফর্মুলা ফলো করলো। Problems, Success Stories, Solutions । এই ধরনের আরও অনেক ফর্মুলা রয়েছে। আপনি ইন্টারনেটে ধরনের ফর্মুলায় সার্চ দিলে অনেক গুলো ফর্মুলা পেয়ে যাবেন। আর এই ফর্মুলা গুলো ব্যবহার করলে আপনার মাথা যদি ক্রিটিভিটি নাও থাকে, তাও আপনি খুব সহজেই একটি সুন্দর পোষ্ট তৈরি করে ফেলতে পারবেন। আর এটা যদি না করেন তাহলে কি লিখবো,  কি  ক্রিটিভিটি  আনবো এই ভেবে আপনার পোস্ট করায় হয় না।

তাই এই ফর্মুলা গুলো কে ফলো করুন আপনার জীবনকে অনেক সহজ হয়ে যাবে। 

এরপর আছি ছবি।  ছবি আপনি  কিভাবে তৈরি করতে পারেন তা আমি এর আগের পোস্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি।  যদি মিস করে থাকেন নিচের লিংকটিতে ক্লিক করে আপনি সেই পোষ্টটি পড়ে নিতে পারেন। 

যেভাবে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করবেন : Digital Marketing Masterclass – Episode 01

মোবাইল দিয়েই ভিডিও এডিটিং!  : Digital Marketing Masterclass – Episode 02

আপনি আপনার শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে, ক্যানভা অ্যাপটি দিয়ে। খুব সহজে বিনামূল্যে মোবাইল ফোনের মাধ্যমে ছবি তৈরি করে ফেলতে পারবেন। পোস্টার বানাতে পারবেন, ফেসবুকের কাভার তৈরী করতে পারবেন। গ্রুপ এর কাভার তৈরী করতে পারবেন। 

আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে InShOt নামের একটি অ্যাপকে ডাউনলোড করে ইন্সটল করার মাধ্যমে। আর চাইলে সেই ভিডিওটি আপনি যেকোনো জায়গায় আপলোড করে ফেলতে পারবেন খুব সহজেই। 

ফেসবুকে আমরাঃ https://www.facebook.com/akulvai.304/
টুইটারে আমরাঃ https://twitter.com/AkulVai
ইউটিউব আমরাঃ https://www.youtube.com/channel/UCs6BkgpPV_a19F2JN3zEpgw
ইনস্টাগ্রাম আমরাঃ https://www.instagram.com/akulvai/

No comments

Powered by Blogger.