৬ষ্ঠ শ্রেণী বিষয় বাংলা ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২
বিষয়ঃ বাংলা
শ্রেণীঃ ৬ষ্ঠ
শিরোনামঃ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়
ক নং প্রশ্নের উত্তর
প্রতিবন্ধীতার ধারণাঃ বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলাে করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলাে প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা। ইমপেয়ারমেন্ট হলো দেহের কোন অংশ বা তন্ত্র যদি আংশিক বা সম্পূর্ণভাবে, ক্ষনস্থায়ী বা চিরস্থায়ী ভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটিকেই বােঝায়।
খ নং প্রশ্নের উত্তর
আমি একজন বাক প্রতিবন্ধী হিসেবে আমি যা যা পারি এবং যা যা পারি না তার তালিকা নিম্নে উপস্থাপন করা হলাে:
বাক প্রতিবন্ধী হিসেবে আমি যা যা করতে পারিঃ
১। আমি চলাফেরা করতে পারি।
২। আমি সবার মতােই খাদ্য গ্রহণ করতে পারি।
৩। আমি লিখতে পারি।
৪। আমার পছন্দের জিনিস লিখে জানাতে পারি।
৫। আমি অন্যের দুঃথে ব্যথিত হতে পারি।
বাক প্রতিবন্ধী হিসেবে আমি যা যা করতে পারিনাঃ
১। সবার মত কথা বলতে পারিনা।
২। শ্রেণিকক্ষে স্বাভাবিক ছাত্র-ছাত্রীদের মতো শিক্ষকের লেকচার ঠিকমত শুনতে পারি না।
৩। মনের ভাব প্রকাশ করে কখনােই শিক্ষকে পাঠ দিতে পারি না।
৪। আমি বাক প্রতিবন্ধীরা হওয়ায় খেলার মাঠে খেলতে পারিনা, কারণ আমার বন্ধু ও বান্ধবীরা তাদের খেলার মাঠ থেকে তাড়িয়ে দেয়।
৫। আমি বাক প্রতিবন্ধী হওয়ায় মনের দুঃখ কষ্ট প্রকাশ করতে পারি না।
গ নং প্রশ্নের উত্তর
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাঃ নিম্নে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা গুলাে উল্লেখ করা হলাে:
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেররা হীনমন্যতায় ভােগে।
একাকীত্বে ভুগবে।
সবার সাথে নিজেকে মানিয়ে চলতে পারে না।
সামাজিক পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশােনার জন্য যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস , চার্ট , মডেল দরকার হয় সাধারণ বিদ্যালয় সেই সুবিধা কম পাওয়া যায়।
ঘ নং প্রশ্নের উত্তর
প্রতিবন্ধী মানুষের জন্য কি কি করা যায়ঃ প্রতিবন্ধী মানুষের জন্য আমরা যা যা করতে পারি তা নিম্নে উল্লেখ করা হলাে:
* যত শীঘ্র সম্ভব শিশুর জন্য পরিবারকে। প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পিতা-মাতার সাথে শিশুর পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ অবদান রাখে।
* বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে প্রতিবন্ধী মানুষেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
* সব সময় উৎসাহ এবং সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি।
* তাদের প্রতি ইতিবাচক মনােভাব নিয়ে নানাভাবে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি।
* প্রতিবন্ধী মানুষেরা কোন সমস্যার সম্মুখীন হলে তার সাহায্যে এগিয়ে আসতে পারি। যেমন, একজন দৃষ্টি প্রতিবন্ধী তার নিজ গন্তব্যে হারিয়ে ফেললে তার গন্তব্যে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য।
* একজন শারীরিক প্রতিবন্ধী চলতে অসুবিধা হলে তখন তাকে সাহায্য করতে পারি।
No comments